সিলেট ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দারুল আইতাম হালিমাতুস সাদিয়া রা.এতিমখানায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত Logo বন্যা দুর্গত বিভিন্ন জেলায়।এম এ একাডেমি ইউকের ত্রাণ সামগ্রী বিতরণ। Logo জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. সিলেটের ফলাফল প্রকাশ ও অভিভাবক সভা সম্পন্ন Logo মৌলভীবাজারে জামায়াতের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রদের সমবেদনা ও উপহার প্রদান ।। Logo সিলাম ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেনের ইন্তেকাল : দাফন সম্পন্ন Logo কমলগঞ্জে বন্যার্তদের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ Logo ট্রাম্পের আক্রমণ সত্ত্বেও সমর্থন বাড়ছে কমলার Logo সাংবাদিক এটিএম তুরাব স্মরণে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দোয়া মাহফিল Logo প্রবাসী গীতিকার আছাব আলী কে গুণীজন সংবর্ধনা প্রদান। Logo সিলাম জামেয়া কোরআনিয়া মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

জালালপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল কৃষকের ধান

দক্ষিণ সুরমা প্রতিনিধি:

দক্ষিণ সুরমার মোগলাবাজারথানাধীন জালালপুরে জমিতে ধান কাটার পরে ফেলে রাখা ধানের গাদায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল কৃষকের ধান।

আগুন লাগার ঘটনার  অভিযোগ পাওয়া গেছে । এতে কৃষকের ধানের গাদায় থাকা নয় থেকে দশ কিয়ার জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবারবার (০২ ডিসেম্বর) রাতে দক্ষিণ সুরমা  উপজেলা জালালপুর ইউনিয়নের রায়খাইল ( হদরপুর) গ্রামে এ ঘটনা ঘটে। স্হানীয় লোকজন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক মোগলাবাজার থানা টহলরত পুলিশকে খবর দেয় এসময় পুলিশঘটনারস্হলে আসে।

এর আগে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এবিষয়ে  জালালপুর ইউ/পি ৭ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত মেম্বার ফজির আলী জানান,ঘটনার খবর পেয়েছে,ঘটনার বিষয়ে বলতে নারাজ।

ক্ষতিগ্রস্থ কৃষক মদনপাল জানান, নিজের জমিতে নয় পরের জায়গায় বাগি ক্ষেত করে ধান ফলাই,

আমার দশ কিয়ার আমন ধান গাদা দেওয়া অবস্থায় মাঠের মধ্যে রাখা ছিলো।

পুঁতে রাখা ধান অন্যের জমিতে ছিলো ধান না রাখার জন্য বলেন প্রতিপক্ষ মুনসুর বাধা দেয়। এরই জের ধরে

রাত ১২/ ১ টায শত্রুতা করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

এবিষয়ে স্হানীয়বাসিন্দা, মদনপালের মামা বজন্ট পাল জানান ,ঘটনার আগের দিন ধান রাখা নিয়ে পাশ্ববর্তী বাড়ির মুনসুর এর  সাথে মদন পালের কথা কাটা সৃষ্টি হয়।তাৎক্ষণিক বিষয়টি ধান না রাখার জন্য মদনপালের পরিবারকে জানাই এরই জের ধরে আমার ভাগ্নার জমিতে শুকোনো ধান আগুন দেয় প্রতিপক্ষ।

এদিকে এ ধরনের জঘন্যতম কাজের পুনরাবৃত্তি যাতে না ঘটে এজন্য দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।

মোগলাবাজার থানা ইনচার্জ (ওসি) এস. এম মাইন উদ্দিন জানান, এ ধরনের অভিযোগ আসে নাই।

লিখিত অভিযোগ পেলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

দারুল আইতাম হালিমাতুস সাদিয়া রা.এতিমখানায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জালালপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল কৃষকের ধান

আপডেট সময় : ০৬:৪২:০৬ অপরাহ্ণ, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

দক্ষিণ সুরমা প্রতিনিধি:

দক্ষিণ সুরমার মোগলাবাজারথানাধীন জালালপুরে জমিতে ধান কাটার পরে ফেলে রাখা ধানের গাদায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল কৃষকের ধান।

আগুন লাগার ঘটনার  অভিযোগ পাওয়া গেছে । এতে কৃষকের ধানের গাদায় থাকা নয় থেকে দশ কিয়ার জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবারবার (০২ ডিসেম্বর) রাতে দক্ষিণ সুরমা  উপজেলা জালালপুর ইউনিয়নের রায়খাইল ( হদরপুর) গ্রামে এ ঘটনা ঘটে। স্হানীয় লোকজন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক মোগলাবাজার থানা টহলরত পুলিশকে খবর দেয় এসময় পুলিশঘটনারস্হলে আসে।

এর আগে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এবিষয়ে  জালালপুর ইউ/পি ৭ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত মেম্বার ফজির আলী জানান,ঘটনার খবর পেয়েছে,ঘটনার বিষয়ে বলতে নারাজ।

ক্ষতিগ্রস্থ কৃষক মদনপাল জানান, নিজের জমিতে নয় পরের জায়গায় বাগি ক্ষেত করে ধান ফলাই,

আমার দশ কিয়ার আমন ধান গাদা দেওয়া অবস্থায় মাঠের মধ্যে রাখা ছিলো।

পুঁতে রাখা ধান অন্যের জমিতে ছিলো ধান না রাখার জন্য বলেন প্রতিপক্ষ মুনসুর বাধা দেয়। এরই জের ধরে

রাত ১২/ ১ টায শত্রুতা করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

এবিষয়ে স্হানীয়বাসিন্দা, মদনপালের মামা বজন্ট পাল জানান ,ঘটনার আগের দিন ধান রাখা নিয়ে পাশ্ববর্তী বাড়ির মুনসুর এর  সাথে মদন পালের কথা কাটা সৃষ্টি হয়।তাৎক্ষণিক বিষয়টি ধান না রাখার জন্য মদনপালের পরিবারকে জানাই এরই জের ধরে আমার ভাগ্নার জমিতে শুকোনো ধান আগুন দেয় প্রতিপক্ষ।

এদিকে এ ধরনের জঘন্যতম কাজের পুনরাবৃত্তি যাতে না ঘটে এজন্য দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।

মোগলাবাজার থানা ইনচার্জ (ওসি) এস. এম মাইন উদ্দিন জানান, এ ধরনের অভিযোগ আসে নাই।

লিখিত অভিযোগ পেলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।