হযরত মাওলানা কুদরত উল্লাহ সাহেব রহ. এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. সাহেবেরগাঁও (তেমুখী), টুকেরবাজার, জালালাবাদ, সিলেট-এর ২০২৪/২৫ ঈসায়ি শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ ৩১ আগস্ট শনিবার সকাল ৯টায় জামেয়ার ৪র্থ তলার হল রুমে অনুষ্ঠিত হয়।
জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা.’র মুহতামিম হাফিজ আশিকুর রহমান হাফিজাহুল্লাহ’র সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা মিসবাহুজ্জামান এর সঞ্চালনায় ২০২৪/২৫ শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি শফিকুর রহমান দাম.বা.। দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জামেয়ার পরিচালনা কমিটির সেক্রেটারি হাফিজ কাজী জুনাইদ আহমদ, সিনিয়র শিক্ষক মুফতি আরমান হুসাইন, মাওলানা আব্দুস শহিদ, মাওলানা মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা আবু তালহা ইয়ামিন, মাওলানা জুবায়ের বিন ইরশাদ, এডভোকেট মুজিবুর রহমান প্রমুখ।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর আলতাফ হুসেন সুমন। অনুষ্ঠানে জামেয়ার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বীনি শিক্ষার বিকল্প নেই। অভিভাবকদের উদ্দেশ্য বলেন, বাচ্চাদের পড়ালেখার মানোন্নয়ন ও মনোযোগী করতে অভিভাবকদের সর্বদাই কর্মতৎপর ও বদ্ধপরিকর হতে হবে। এতে করে শিক্ষকদের প্রচেষ্টায় আপনার সন্তান একজন সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবেন।
পরে শিক্ষার্থীদের মধ্যে ফলাফল কার্ড প্রদান করেন অতিথিবৃন্দ।
সংবাদ শিরোনাম ::
জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. সিলেটের ফলাফল প্রকাশ ও অভিভাবক সভা সম্পন্ন
- গাঁও গ্রামের খবর ডেস্ক
- আপডেট সময় : ১০:১৪:০৯ অপরাহ্ণ, শনিবার, ৩১ আগস্ট ২০২৪
- ১৪ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ