সিলেট ০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গঠনতন্ত্র নিয়ে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ”র এর মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo আইডব্লিওএমডি কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারাবহুবিশ্বাসের সম্প্রীতির নেটওয়ার্ক তৈরি করুন Logo বিএনপির ৩১ দফার সমর্থনে বালাগঞ্জে কৃষক-জনতার সমাবেশ অনুষ্ঠিত Logo জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টেরফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন:- Logo গহরপুর আব্দুল মতিন মহিলাএকাডেমির বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo দক্ষিণ সুরমায় ভূমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৩ Logo সিলেট ডেভিল হান্টে আরো ও ৯ জন গ্রেফতার। Logo উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে নিয়মিত ওষুধ গ্রহণ এবং সুস্থ জীবন আচরণের বিকল্প নেই- ডা. মো. আনিসুর রহমান Logo জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সংবর্ধনা ও গৃহ নির্মান শুভ উদ্ভোধন সম্পন্ন:- Logo রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) শ্রী বিনয় কৃষ্ণ তালুকদার মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত:-

জালালপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল কৃষকের ধান

দক্ষিণ সুরমা প্রতিনিধি:

দক্ষিণ সুরমার মোগলাবাজারথানাধীন জালালপুরে জমিতে ধান কাটার পরে ফেলে রাখা ধানের গাদায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল কৃষকের ধান।

আগুন লাগার ঘটনার  অভিযোগ পাওয়া গেছে । এতে কৃষকের ধানের গাদায় থাকা নয় থেকে দশ কিয়ার জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবারবার (০২ ডিসেম্বর) রাতে দক্ষিণ সুরমা  উপজেলা জালালপুর ইউনিয়নের রায়খাইল ( হদরপুর) গ্রামে এ ঘটনা ঘটে। স্হানীয় লোকজন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক মোগলাবাজার থানা টহলরত পুলিশকে খবর দেয় এসময় পুলিশঘটনারস্হলে আসে।

এর আগে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এবিষয়ে  জালালপুর ইউ/পি ৭ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত মেম্বার ফজির আলী জানান,ঘটনার খবর পেয়েছে,ঘটনার বিষয়ে বলতে নারাজ।

ক্ষতিগ্রস্থ কৃষক মদনপাল জানান, নিজের জমিতে নয় পরের জায়গায় বাগি ক্ষেত করে ধান ফলাই,

আমার দশ কিয়ার আমন ধান গাদা দেওয়া অবস্থায় মাঠের মধ্যে রাখা ছিলো।

পুঁতে রাখা ধান অন্যের জমিতে ছিলো ধান না রাখার জন্য বলেন প্রতিপক্ষ মুনসুর বাধা দেয়। এরই জের ধরে

রাত ১২/ ১ টায শত্রুতা করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

এবিষয়ে স্হানীয়বাসিন্দা, মদনপালের মামা বজন্ট পাল জানান ,ঘটনার আগের দিন ধান রাখা নিয়ে পাশ্ববর্তী বাড়ির মুনসুর এর  সাথে মদন পালের কথা কাটা সৃষ্টি হয়।তাৎক্ষণিক বিষয়টি ধান না রাখার জন্য মদনপালের পরিবারকে জানাই এরই জের ধরে আমার ভাগ্নার জমিতে শুকোনো ধান আগুন দেয় প্রতিপক্ষ।

এদিকে এ ধরনের জঘন্যতম কাজের পুনরাবৃত্তি যাতে না ঘটে এজন্য দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।

মোগলাবাজার থানা ইনচার্জ (ওসি) এস. এম মাইন উদ্দিন জানান, এ ধরনের অভিযোগ আসে নাই।

লিখিত অভিযোগ পেলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

জনপ্রিয় সংবাদ

গঠনতন্ত্র নিয়ে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ”র এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালালপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল কৃষকের ধান

আপডেট সময় : ০৬:৪২:০৬ অপরাহ্ণ, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

দক্ষিণ সুরমা প্রতিনিধি:

দক্ষিণ সুরমার মোগলাবাজারথানাধীন জালালপুরে জমিতে ধান কাটার পরে ফেলে রাখা ধানের গাদায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল কৃষকের ধান।

আগুন লাগার ঘটনার  অভিযোগ পাওয়া গেছে । এতে কৃষকের ধানের গাদায় থাকা নয় থেকে দশ কিয়ার জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবারবার (০২ ডিসেম্বর) রাতে দক্ষিণ সুরমা  উপজেলা জালালপুর ইউনিয়নের রায়খাইল ( হদরপুর) গ্রামে এ ঘটনা ঘটে। স্হানীয় লোকজন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক মোগলাবাজার থানা টহলরত পুলিশকে খবর দেয় এসময় পুলিশঘটনারস্হলে আসে।

এর আগে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এবিষয়ে  জালালপুর ইউ/পি ৭ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত মেম্বার ফজির আলী জানান,ঘটনার খবর পেয়েছে,ঘটনার বিষয়ে বলতে নারাজ।

ক্ষতিগ্রস্থ কৃষক মদনপাল জানান, নিজের জমিতে নয় পরের জায়গায় বাগি ক্ষেত করে ধান ফলাই,

আমার দশ কিয়ার আমন ধান গাদা দেওয়া অবস্থায় মাঠের মধ্যে রাখা ছিলো।

পুঁতে রাখা ধান অন্যের জমিতে ছিলো ধান না রাখার জন্য বলেন প্রতিপক্ষ মুনসুর বাধা দেয়। এরই জের ধরে

রাত ১২/ ১ টায শত্রুতা করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

এবিষয়ে স্হানীয়বাসিন্দা, মদনপালের মামা বজন্ট পাল জানান ,ঘটনার আগের দিন ধান রাখা নিয়ে পাশ্ববর্তী বাড়ির মুনসুর এর  সাথে মদন পালের কথা কাটা সৃষ্টি হয়।তাৎক্ষণিক বিষয়টি ধান না রাখার জন্য মদনপালের পরিবারকে জানাই এরই জের ধরে আমার ভাগ্নার জমিতে শুকোনো ধান আগুন দেয় প্রতিপক্ষ।

এদিকে এ ধরনের জঘন্যতম কাজের পুনরাবৃত্তি যাতে না ঘটে এজন্য দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।

মোগলাবাজার থানা ইনচার্জ (ওসি) এস. এম মাইন উদ্দিন জানান, এ ধরনের অভিযোগ আসে নাই।

লিখিত অভিযোগ পেলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।