কমলগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দিনভর উপজেলার চারটি ইউনিয়নের কয়েক হাজার বন্যা দুর্গত মানুষের মাঝে মানুষের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলা জমায়াতের আমীর মাশুক আহমদের নেতৃত্বে উপজেলার ইসলামপুর ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় মাশুক আহমদ বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন। ঘরে ঘরে খাবার এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা কিছু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমরা আপনাদের দুঃখে দুঃখী। আপনারা দোয়া করবেন যাতে আরো বেশি পরিমাণে সহযোগিতা নিয়ে আমরা আপনাদের পাশে থাকতে পারি।
এদিকে পৌরসভার জামায়াত ইসলামীর সভাপতি আব্দুল হাইর নেতৃত্বে নছরতপুর আলীনগর ইউনিয়ন সভাপতি আব্দুস সালামের নেতৃত্বে আলীনগরে, আদমপুর ইউনিয়ন সভাপতি ফয়েজ আহমেদ ভাইয়ের নেতৃত্বে আদমপুর ও সদর ইউনিয়ন সভাপতি এবাদুর রহমানের নেতৃত্বে সদর ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপজেলা নায়েবে আমীর জনাব, সৈয়দ আমিরুল ইসলাম কয়সর ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণে আমাদের ৪টি টিম কাজ করছে। গেলো দুইদিনে আমরা কয়েক হাজার মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছি। বন্যা দুর্গত মানুষের সহায়তায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলা জামায়াতের হেল্পলাইন কার্যক্রম চালু রয়েছে বলেও জানান তিনি।