পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাবসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৭ আগস্ট) বিকেলে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেট এর উদ্যোগে কদমতলী পয়েন্ট জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক শরীফ আহমদ, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, নির্বাহী সদস্য মনসুর আলী মাসুম, সদস্য জাবেদ এমরান, আব্দুল হাসিব, আহমদুর রহমান ছাদেক, সোহেল মিয়া, মাওলানা এখলাছুর রহমান, মোয়াজ্জিম হাফিজ এমদাদুল ইসলাম, এলাকার বিশিষ্ট মুরুব্বি জিয়ার রহমান ফারুক প্রমুখ।
সাংবাদিক এটিএম তুরাবসহ নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কদমতলী পয়েন্ট জামে মসজিদের খতিব মুফতি মজির উদ্দিন কামিসী।