মোঃ আবুল বশর ঃ সিলেট
২০২৪ সালে ভয়াবহ বন্যায় বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বিপর্যয়ের সম্মুখীন হয়। বন্যার পানিতে তলিয়ে যায় কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর হবিগঞ্জ মৌলভীবাজার।
বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত বেশ কয়েকটি পানির বাদ হঠাৎ ছেড়ে দেয়।স্মরণকালের সবচেয়ে ভয়াবহর সম্মুখীন হয় বেশ কয়েকটি জেলা। কত মানুষ যে মারা গেছে তার কোন নির্দিষ্ট সীমা নেই। আর মানুষের লক্ষ লক্ষ বাড়ী ক্ষতিগ্রস্ত হয়, একমাত্র আল্লাহ ভালো জানেন।
বাংলাদেশের মানুষ এই বিপদের দিনে যার যার অবস্থান থেকে এগিয়ে এসেছেন মানুষের কল্যাণে আমাদের সিলেটের কৃতি সন্তান এম এ একাডেমি ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট গীতিকার সংগীত গবেষক মোঃ আছাব আলী সাহেব সুদূর প্রবাস থেকে প্রায় ৫০০ টি পরিবারের মাজে খাদ্য সামগ্রী, ঔষধ, এবং বস্ত্র সহ, নগদ অর্থ বিতরণ করেন।
আর এই কাজগুলো করতে বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন যারা। সিলেট থেকে এবি সিলেট নাট্য গ্রুপের সদস্য বৃন্দ। মোঃ আবুল বশর। বাউল শিল্পী সালেহ আহমদ। প্রদীপ মালাকার আল-আমিন। ফজর ইসলাম। জুয়েল আহমদ। শাকিল আহমদ কয়েছ। আবুল বশর খাজাংশী। মৌলভীবাজার থেকে, আসাদ আহমদ। মোখলেস মিয়া সাংবাদিক রাহেল আহমদ চৌধুরী। ফেনী থেকে হাবিবুর রহমান অপূর্ব ও বন্ধুবান্ধব সহ আরো অনেকে।
এম এ একাডেমি ইউ কে এই সহযোগিতা নতুন নয় যখনই বাংলাদেশের যেকোনো দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হয় সব সময় মানবতার কল্যাণ অসহায় মানুষদের পাশে এম এ একাডেমী ইউকে কাজ করে যাচ্ছে। অত্র সংগঠনের চেয়ারম্যান মোঃ আছাব আলী সাহেব বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমাদের এই পারিবারিক সংগঠন এম এ একাডেমী ইউ কে সব সময় কল্যাণমুখী কাজ করে যাবে প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। তিনি আরো বলেন সবার উচিত যখনই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেকোনো দুর্যোগপূর্ণ অবস্থায় আক্রান্ত হবে প্রবাসীরা সব সময় পাশে রয়েছে এবং থাকবে পাশাপাশি দেশের সমাজের বিত্তবানদের আরো বেশি এগিয়ে আসার আহ্বান জানান।