সিলেট ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাজ্য প্রবাসী মাওলানা ডাঃ মোহাম্মদ আব্দুল জব্বারের দাফন সম্পন্ন Logo মতিয়া চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগছনের এর শোক Logo বৃটেনের ইস্টলন্ডন জামে মসজিদে মাওলানা ডাঃ মোহাম্মদ আব্দুল জব্বারের জানাজা সম্পন্ন Logo ইংল্যান্ডের বার্মিংহামে “অমরাবতীর”পঞ্চম মিলন মেলা অনুষ্টিত Logo সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিতজনসচেতনতা সৃষ্টির মাধ্যমে দৃষ্টিহীন প্রতিবন্ধীদেরঅধিকার সুরক্ষায় সরকার কাজ করছে…….. অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনোয়ার উজ জামান Logo সমাজে গুণী ব্যক্তিদেরমূল্যায়ন করতে হবে…..এম. আহমদ আলী Logo আলহামদুলিল্লাহ! খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক সম্পন্ন। Logo গ্রিসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ ডাক পেয়েছেন কুড়িগ্রামের সুমন। Logo যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আলহাজ্ব আব্দুল জব্বারের ইন্তেকাল Logo মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ইসলামপুরে মিথ্যা মামলায় হয়রানি শিকার ভুক্তভোগী পরিবার

শরীফ মিয়া জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর পৌর শহরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পালিত ভাইয়ের মিথ্যা মামলায়! হয়রানির অভিযোগ উঠেছে।

গত ৯ ফেব্রুয়ারী জাফর আলী বাদী হয়ে বিঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত জামালপুর এর পিটিশন মোকদ্দমা নং-৮৮/২০২৪ অভিযোগ দায়ের করেন।

জানা যায়, পৌর শহরে টংগের আলগা উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের নিজ ওরসের সন্তান মবেদ আলী ও জবেদ আলী সাথে পালিত ভাই জাফর আলী দীর্ঘদিন ধরে বসতবাড়ি দখলের পাঁয়তারা করে আসছেন।

মবেদ আলী বলেন, আমার বাবা- মা মারা গেছেন। আমরা দুই ভাই দীর্ঘদিন ধরে আমার বাবা-মা হীস্যা মুল্যে ঔ জমিতে বসবাস করে আসচ্ছি। আমার বাবা জীবিত থাকাকালীন, পালিত ভাই জাফর আলীকে দলিল মূল্যে ১০ শতাংশ জমি দেন। জমি দলিল নং- ১৭০৫, সন- ১৯৮২। এবং ঐ জমিতে আলাদা বসতভিটা করে দেন।

আমরা যে জমিতে বসবাস করছি হঠাৎ করে পালিত ভাই জাফর আলী জমি দাবি করেন।

খোজ নিয়ে জানতে পারি জাফর আলী নামে একটি দলিল রয়েছে। যাহার দলিল নং- ৪৪৪৮, সন- ১৯৯৩। মৌজা টংগের আলগা, সাবেক দাগ- ২৯৫, হাল দাগ- ১৯৫ এই দাগে ১২ শতাংশ জমি ক্রয় করেন জাফর আলী।
তিনি এলাকায় প্রভাবশালী হওয়ায় তার দলিলকৃত সম্পত্তি না নিয়ে অন্য দাগের জমি জোরপূর্বক দখল নেওয়ার পাঁয়তারা করছেন। এবং পরিবারের সবাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। মৌজা- টংগের আলগা, যাহার খতিয়ান নং- ৮৩, দাগ নং- ৭৬৮। পালিত ভাইয়ের দায়ের করা মিথ্যা মামলা থেকে রক্ষাপেতে কর্তৃপক্ষের কাছে জোরালো ভাবে দাবি জানান।

এ ব্যাপারে জাফর আলী সঙ্গে কথা বলার চেষ্টা করলে, তিনি এ বিষয়ে কথা না বলে এড়িয়ে যান।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্য প্রবাসী মাওলানা ডাঃ মোহাম্মদ আব্দুল জব্বারের দাফন সম্পন্ন

ইসলামপুরে মিথ্যা মামলায় হয়রানি শিকার ভুক্তভোগী পরিবার

আপডেট সময় : ০৯:১১:২৪ অপরাহ্ণ, শনিবার, ২ মার্চ ২০২৪

শরীফ মিয়া জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর পৌর শহরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পালিত ভাইয়ের মিথ্যা মামলায়! হয়রানির অভিযোগ উঠেছে।

গত ৯ ফেব্রুয়ারী জাফর আলী বাদী হয়ে বিঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত জামালপুর এর পিটিশন মোকদ্দমা নং-৮৮/২০২৪ অভিযোগ দায়ের করেন।

জানা যায়, পৌর শহরে টংগের আলগা উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের নিজ ওরসের সন্তান মবেদ আলী ও জবেদ আলী সাথে পালিত ভাই জাফর আলী দীর্ঘদিন ধরে বসতবাড়ি দখলের পাঁয়তারা করে আসছেন।

মবেদ আলী বলেন, আমার বাবা- মা মারা গেছেন। আমরা দুই ভাই দীর্ঘদিন ধরে আমার বাবা-মা হীস্যা মুল্যে ঔ জমিতে বসবাস করে আসচ্ছি। আমার বাবা জীবিত থাকাকালীন, পালিত ভাই জাফর আলীকে দলিল মূল্যে ১০ শতাংশ জমি দেন। জমি দলিল নং- ১৭০৫, সন- ১৯৮২। এবং ঐ জমিতে আলাদা বসতভিটা করে দেন।

আমরা যে জমিতে বসবাস করছি হঠাৎ করে পালিত ভাই জাফর আলী জমি দাবি করেন।

খোজ নিয়ে জানতে পারি জাফর আলী নামে একটি দলিল রয়েছে। যাহার দলিল নং- ৪৪৪৮, সন- ১৯৯৩। মৌজা টংগের আলগা, সাবেক দাগ- ২৯৫, হাল দাগ- ১৯৫ এই দাগে ১২ শতাংশ জমি ক্রয় করেন জাফর আলী।
তিনি এলাকায় প্রভাবশালী হওয়ায় তার দলিলকৃত সম্পত্তি না নিয়ে অন্য দাগের জমি জোরপূর্বক দখল নেওয়ার পাঁয়তারা করছেন। এবং পরিবারের সবাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। মৌজা- টংগের আলগা, যাহার খতিয়ান নং- ৮৩, দাগ নং- ৭৬৮। পালিত ভাইয়ের দায়ের করা মিথ্যা মামলা থেকে রক্ষাপেতে কর্তৃপক্ষের কাছে জোরালো ভাবে দাবি জানান।

এ ব্যাপারে জাফর আলী সঙ্গে কথা বলার চেষ্টা করলে, তিনি এ বিষয়ে কথা না বলে এড়িয়ে যান।