সিলেট ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাংবাদিক মঈন উদ্দিন ও ডালিমকে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান Logo দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo রেঙ্গা হাজিগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ কে’র নগদ ঈদ উপহার বিতরনঃ- Logo সিলেটে নওমুসলিম পরিবারের সদস্যরা ঈদ উপহার পেলেন তারেক রহমানের Logo গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অফ বাফেলো নিউইয়র্কের ইফতার ও উপদেষ্টা মন্ডলীর পরিচিতি অনুষ্টান । Logo ২ জন শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী তুলে দেন সিলেটের জেলা প্রশাসক Logo মোগলাবাজার ইউনিয়ন আল ইসলাহ-তালামীযের সেমিনার ও ইফতার মাহফিল সম্পন্ন Logo সিলামে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ভিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা Logo দক্ষিণ সুরমায় খেলাফত মজলিসের ইফতার মাহফিল Logo যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাতকে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

ইসলামপুরে মিথ্যা মামলায় হয়রানি শিকার ভুক্তভোগী পরিবার

শরীফ মিয়া জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর পৌর শহরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পালিত ভাইয়ের মিথ্যা মামলায়! হয়রানির অভিযোগ উঠেছে।

গত ৯ ফেব্রুয়ারী জাফর আলী বাদী হয়ে বিঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত জামালপুর এর পিটিশন মোকদ্দমা নং-৮৮/২০২৪ অভিযোগ দায়ের করেন।

জানা যায়, পৌর শহরে টংগের আলগা উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের নিজ ওরসের সন্তান মবেদ আলী ও জবেদ আলী সাথে পালিত ভাই জাফর আলী দীর্ঘদিন ধরে বসতবাড়ি দখলের পাঁয়তারা করে আসছেন।

মবেদ আলী বলেন, আমার বাবা- মা মারা গেছেন। আমরা দুই ভাই দীর্ঘদিন ধরে আমার বাবা-মা হীস্যা মুল্যে ঔ জমিতে বসবাস করে আসচ্ছি। আমার বাবা জীবিত থাকাকালীন, পালিত ভাই জাফর আলীকে দলিল মূল্যে ১০ শতাংশ জমি দেন। জমি দলিল নং- ১৭০৫, সন- ১৯৮২। এবং ঐ জমিতে আলাদা বসতভিটা করে দেন।

আমরা যে জমিতে বসবাস করছি হঠাৎ করে পালিত ভাই জাফর আলী জমি দাবি করেন।

খোজ নিয়ে জানতে পারি জাফর আলী নামে একটি দলিল রয়েছে। যাহার দলিল নং- ৪৪৪৮, সন- ১৯৯৩। মৌজা টংগের আলগা, সাবেক দাগ- ২৯৫, হাল দাগ- ১৯৫ এই দাগে ১২ শতাংশ জমি ক্রয় করেন জাফর আলী।
তিনি এলাকায় প্রভাবশালী হওয়ায় তার দলিলকৃত সম্পত্তি না নিয়ে অন্য দাগের জমি জোরপূর্বক দখল নেওয়ার পাঁয়তারা করছেন। এবং পরিবারের সবাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। মৌজা- টংগের আলগা, যাহার খতিয়ান নং- ৮৩, দাগ নং- ৭৬৮। পালিত ভাইয়ের দায়ের করা মিথ্যা মামলা থেকে রক্ষাপেতে কর্তৃপক্ষের কাছে জোরালো ভাবে দাবি জানান।

এ ব্যাপারে জাফর আলী সঙ্গে কথা বলার চেষ্টা করলে, তিনি এ বিষয়ে কথা না বলে এড়িয়ে যান।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক মঈন উদ্দিন ও ডালিমকে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান

ইসলামপুরে মিথ্যা মামলায় হয়রানি শিকার ভুক্তভোগী পরিবার

আপডেট সময় : ০৯:১১:২৪ অপরাহ্ণ, শনিবার, ২ মার্চ ২০২৪

শরীফ মিয়া জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর পৌর শহরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পালিত ভাইয়ের মিথ্যা মামলায়! হয়রানির অভিযোগ উঠেছে।

গত ৯ ফেব্রুয়ারী জাফর আলী বাদী হয়ে বিঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত জামালপুর এর পিটিশন মোকদ্দমা নং-৮৮/২০২৪ অভিযোগ দায়ের করেন।

জানা যায়, পৌর শহরে টংগের আলগা উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের নিজ ওরসের সন্তান মবেদ আলী ও জবেদ আলী সাথে পালিত ভাই জাফর আলী দীর্ঘদিন ধরে বসতবাড়ি দখলের পাঁয়তারা করে আসছেন।

মবেদ আলী বলেন, আমার বাবা- মা মারা গেছেন। আমরা দুই ভাই দীর্ঘদিন ধরে আমার বাবা-মা হীস্যা মুল্যে ঔ জমিতে বসবাস করে আসচ্ছি। আমার বাবা জীবিত থাকাকালীন, পালিত ভাই জাফর আলীকে দলিল মূল্যে ১০ শতাংশ জমি দেন। জমি দলিল নং- ১৭০৫, সন- ১৯৮২। এবং ঐ জমিতে আলাদা বসতভিটা করে দেন।

আমরা যে জমিতে বসবাস করছি হঠাৎ করে পালিত ভাই জাফর আলী জমি দাবি করেন।

খোজ নিয়ে জানতে পারি জাফর আলী নামে একটি দলিল রয়েছে। যাহার দলিল নং- ৪৪৪৮, সন- ১৯৯৩। মৌজা টংগের আলগা, সাবেক দাগ- ২৯৫, হাল দাগ- ১৯৫ এই দাগে ১২ শতাংশ জমি ক্রয় করেন জাফর আলী।
তিনি এলাকায় প্রভাবশালী হওয়ায় তার দলিলকৃত সম্পত্তি না নিয়ে অন্য দাগের জমি জোরপূর্বক দখল নেওয়ার পাঁয়তারা করছেন। এবং পরিবারের সবাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। মৌজা- টংগের আলগা, যাহার খতিয়ান নং- ৮৩, দাগ নং- ৭৬৮। পালিত ভাইয়ের দায়ের করা মিথ্যা মামলা থেকে রক্ষাপেতে কর্তৃপক্ষের কাছে জোরালো ভাবে দাবি জানান।

এ ব্যাপারে জাফর আলী সঙ্গে কথা বলার চেষ্টা করলে, তিনি এ বিষয়ে কথা না বলে এড়িয়ে যান।