সিলেট ০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৮ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুম খোকনের আজগুবি কমিটি নিয়ে ক্যাঁচাল কানাডা বিএনপিতে Logo তপন মাহমুদ জনি প্যারিস অলিম্পিকে সম্প্রচার প্রকৌশলী হিসেবে থাকবেন Logo সেমিনারে কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ভূমি সংক্রান্ত সেবা শতভাগ ঝামেলাহীন হতে হবে Logo সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী পেলেনগ্রাসরুটস এর হিমাংশু মিত্র Logo দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অনুমোদন দিয়েছে দুদক Logo মোরেলগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান ও প্রথম সাধারণ সভা Logo দক্ষিণ সুরমা প্রেসক্লাবে আনোয়ার ফাউন্ডেশন ইউকের রেইনকোট প্রদান Logo সিলেট জেলা কাস্টমস কিস্নয়ারিং এন্ড ফরওয়ার্ডিংএজেন্ট গ্রুপের সাধারণসভা ও কমিটি ঘোষনা Logo জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ ) বাংলাদেশের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম বার্ষিকী

ইসলামপুরে মিথ্যা মামলায় হয়রানি শিকার ভুক্তভোগী পরিবার

শরীফ মিয়া জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর পৌর শহরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পালিত ভাইয়ের মিথ্যা মামলায়! হয়রানির অভিযোগ উঠেছে।

গত ৯ ফেব্রুয়ারী জাফর আলী বাদী হয়ে বিঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত জামালপুর এর পিটিশন মোকদ্দমা নং-৮৮/২০২৪ অভিযোগ দায়ের করেন।

জানা যায়, পৌর শহরে টংগের আলগা উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের নিজ ওরসের সন্তান মবেদ আলী ও জবেদ আলী সাথে পালিত ভাই জাফর আলী দীর্ঘদিন ধরে বসতবাড়ি দখলের পাঁয়তারা করে আসছেন।

মবেদ আলী বলেন, আমার বাবা- মা মারা গেছেন। আমরা দুই ভাই দীর্ঘদিন ধরে আমার বাবা-মা হীস্যা মুল্যে ঔ জমিতে বসবাস করে আসচ্ছি। আমার বাবা জীবিত থাকাকালীন, পালিত ভাই জাফর আলীকে দলিল মূল্যে ১০ শতাংশ জমি দেন। জমি দলিল নং- ১৭০৫, সন- ১৯৮২। এবং ঐ জমিতে আলাদা বসতভিটা করে দেন।

আমরা যে জমিতে বসবাস করছি হঠাৎ করে পালিত ভাই জাফর আলী জমি দাবি করেন।

খোজ নিয়ে জানতে পারি জাফর আলী নামে একটি দলিল রয়েছে। যাহার দলিল নং- ৪৪৪৮, সন- ১৯৯৩। মৌজা টংগের আলগা, সাবেক দাগ- ২৯৫, হাল দাগ- ১৯৫ এই দাগে ১২ শতাংশ জমি ক্রয় করেন জাফর আলী।
তিনি এলাকায় প্রভাবশালী হওয়ায় তার দলিলকৃত সম্পত্তি না নিয়ে অন্য দাগের জমি জোরপূর্বক দখল নেওয়ার পাঁয়তারা করছেন। এবং পরিবারের সবাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। মৌজা- টংগের আলগা, যাহার খতিয়ান নং- ৮৩, দাগ নং- ৭৬৮। পালিত ভাইয়ের দায়ের করা মিথ্যা মামলা থেকে রক্ষাপেতে কর্তৃপক্ষের কাছে জোরালো ভাবে দাবি জানান।

এ ব্যাপারে জাফর আলী সঙ্গে কথা বলার চেষ্টা করলে, তিনি এ বিষয়ে কথা না বলে এড়িয়ে যান।

জুম খোকনের আজগুবি কমিটি নিয়ে ক্যাঁচাল কানাডা বিএনপিতে

ইসলামপুরে মিথ্যা মামলায় হয়রানি শিকার ভুক্তভোগী পরিবার

আপডেট সময় : ০৯:১১:২৪ অপরাহ্ণ, শনিবার, ২ মার্চ ২০২৪

শরীফ মিয়া জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর পৌর শহরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পালিত ভাইয়ের মিথ্যা মামলায়! হয়রানির অভিযোগ উঠেছে।

গত ৯ ফেব্রুয়ারী জাফর আলী বাদী হয়ে বিঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত জামালপুর এর পিটিশন মোকদ্দমা নং-৮৮/২০২৪ অভিযোগ দায়ের করেন।

জানা যায়, পৌর শহরে টংগের আলগা উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের নিজ ওরসের সন্তান মবেদ আলী ও জবেদ আলী সাথে পালিত ভাই জাফর আলী দীর্ঘদিন ধরে বসতবাড়ি দখলের পাঁয়তারা করে আসছেন।

মবেদ আলী বলেন, আমার বাবা- মা মারা গেছেন। আমরা দুই ভাই দীর্ঘদিন ধরে আমার বাবা-মা হীস্যা মুল্যে ঔ জমিতে বসবাস করে আসচ্ছি। আমার বাবা জীবিত থাকাকালীন, পালিত ভাই জাফর আলীকে দলিল মূল্যে ১০ শতাংশ জমি দেন। জমি দলিল নং- ১৭০৫, সন- ১৯৮২। এবং ঐ জমিতে আলাদা বসতভিটা করে দেন।

আমরা যে জমিতে বসবাস করছি হঠাৎ করে পালিত ভাই জাফর আলী জমি দাবি করেন।

খোজ নিয়ে জানতে পারি জাফর আলী নামে একটি দলিল রয়েছে। যাহার দলিল নং- ৪৪৪৮, সন- ১৯৯৩। মৌজা টংগের আলগা, সাবেক দাগ- ২৯৫, হাল দাগ- ১৯৫ এই দাগে ১২ শতাংশ জমি ক্রয় করেন জাফর আলী।
তিনি এলাকায় প্রভাবশালী হওয়ায় তার দলিলকৃত সম্পত্তি না নিয়ে অন্য দাগের জমি জোরপূর্বক দখল নেওয়ার পাঁয়তারা করছেন। এবং পরিবারের সবাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। মৌজা- টংগের আলগা, যাহার খতিয়ান নং- ৮৩, দাগ নং- ৭৬৮। পালিত ভাইয়ের দায়ের করা মিথ্যা মামলা থেকে রক্ষাপেতে কর্তৃপক্ষের কাছে জোরালো ভাবে দাবি জানান।

এ ব্যাপারে জাফর আলী সঙ্গে কথা বলার চেষ্টা করলে, তিনি এ বিষয়ে কথা না বলে এড়িয়ে যান।