সিলেট ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

“আওয়ামী লীগের পঁচাত্তর বছরে স্বাধীন দেশ প্রাপ্তি , উন্নয়ন ও সাফল্য অর্জনে গৌরবোজ্জ্বল অধ্যায়” -সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃঐতিহাসিক পলাশী দিবস তেইশে জুন উনিশশো ঊনপঞ্চাশ সালে ঢাকার হুমায়ন আহমেদের ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের জন্ম। পলাশী প্রান্তরের অস্তমিত স্বাধীনতা সূর্য পুনরোদ্ধারে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নযাত্রা শুরু হয়েছিল আওয়ামী লীগের এই শুভ জন্ম দিনে। জন্মের বাইশ বছরের মাথায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা ছিল দলের সর্বশ্রেষ্ঠ অর্জন। যেখানে কংগ্রেসকে স্বাধীন রাষ্ট্র পেতে অপেক্ষা করতে হয়েছে চুয়াত্তর বছর , মুসলীম লীগের লেগেছে একচল্লিশ বছর। উপমহাদেশে স্বতন্ত্র জাতি রাষ্ট্র আত্মপরিচয় প্রতিষ্ঠার অগ্রপথিক হল বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইতিহাস বাঙালি জাতির গৌরবদীপ্ত অর্জন ও সংগ্রামের ইতিহাস। বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগ অভিন্ন আত্মা , যার বিভাজন সম্ভব নয়। প্লাটিনাম জয়ন্তীতে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী এক বিবৃতিতে জানিয়েছে , এ মাটির সকল গনত্রান্তিক আন্দোলন , অধিকার প্রতিষ্ঠা ও বিজয় গাঁথা এসেছে আওয়ামী লীগের হাত ধরে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা ও বীরোচিত মুক্তিযুদ্ধের মহাবিজয় এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে। পঁচাত্তুর বছরের সুদীর্ঘ অভিযাত্রায় জেল জুলুম নির্যাতন নিপীড়ন তথা শত সংকট মোকাবেলা এবং সংগ্রামে অদম্যগতিতে এগিয়ে চলছে দলটি। অপ্রতিরোধ্য আওয়ামী লীগ কেবল অতীত বর্তমান নয়, বাংলাদেশের ভবিষৎ নির্মাতাও। বঙ্গবন্ধুর দুহিতা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের হাত ধরে সর্বাঙ্গীন উন্নয়ন অর্জনে বাংলাদেশ আজ পৃথিবীতে অনন্য উচ্চতায়। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের তালিকায় আজ বাংলাদেশ।অতীতের রূপ বদলে দিয়ে আধুনিক বাংলাদেশের রূপকার আওয়ামী লীগ। দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও দেশের সাফল্য আজ মধ্যগগনে। আমরা দেশের ও দলের দীর্ঘায়ু কামনা করছি এবং দুর্নীতিবাজদের মূলোৎপাটন করে সোনার বাংলা গঠনের উদাত্ত আহবান জানাচ্ছি।বিবৃতিদাতা গণ মোয়াজ্জেম ইকবাল , মাহবুব রহমান মিলন ,শামসুদ তোহা ,রুমেল হোসেন , জসীম উদ্দিন , সালেহ করিমুজ্জামান ,মোহাম্মদ নূর , ইলিয়াস ঠাকুর ,শাওন প্রজা , আজিজুর রহমান , আবিদ আমীর ,শামসুর রহমান সামু ,স্নিগ্ধা লিপি , নবনী ,শাহজাহান কাজী ,রফিকুল আলম , শহিদুল বাবুশাহিদ ,মাইনুল ,মুনিরুল ইসলাম, সম্পদ ,মেহেদী ও জিহাদ রানা।

জনপ্রিয় সংবাদ

“আওয়ামী লীগের পঁচাত্তর বছরে স্বাধীন দেশ প্রাপ্তি , উন্নয়ন ও সাফল্য অর্জনে গৌরবোজ্জ্বল অধ্যায়” -সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ

আপডেট সময় : ০৭:৩৯:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃঐতিহাসিক পলাশী দিবস তেইশে জুন উনিশশো ঊনপঞ্চাশ সালে ঢাকার হুমায়ন আহমেদের ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের জন্ম। পলাশী প্রান্তরের অস্তমিত স্বাধীনতা সূর্য পুনরোদ্ধারে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নযাত্রা শুরু হয়েছিল আওয়ামী লীগের এই শুভ জন্ম দিনে। জন্মের বাইশ বছরের মাথায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা ছিল দলের সর্বশ্রেষ্ঠ অর্জন। যেখানে কংগ্রেসকে স্বাধীন রাষ্ট্র পেতে অপেক্ষা করতে হয়েছে চুয়াত্তর বছর , মুসলীম লীগের লেগেছে একচল্লিশ বছর। উপমহাদেশে স্বতন্ত্র জাতি রাষ্ট্র আত্মপরিচয় প্রতিষ্ঠার অগ্রপথিক হল বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইতিহাস বাঙালি জাতির গৌরবদীপ্ত অর্জন ও সংগ্রামের ইতিহাস। বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগ অভিন্ন আত্মা , যার বিভাজন সম্ভব নয়। প্লাটিনাম জয়ন্তীতে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী এক বিবৃতিতে জানিয়েছে , এ মাটির সকল গনত্রান্তিক আন্দোলন , অধিকার প্রতিষ্ঠা ও বিজয় গাঁথা এসেছে আওয়ামী লীগের হাত ধরে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা ও বীরোচিত মুক্তিযুদ্ধের মহাবিজয় এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে। পঁচাত্তুর বছরের সুদীর্ঘ অভিযাত্রায় জেল জুলুম নির্যাতন নিপীড়ন তথা শত সংকট মোকাবেলা এবং সংগ্রামে অদম্যগতিতে এগিয়ে চলছে দলটি। অপ্রতিরোধ্য আওয়ামী লীগ কেবল অতীত বর্তমান নয়, বাংলাদেশের ভবিষৎ নির্মাতাও। বঙ্গবন্ধুর দুহিতা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের হাত ধরে সর্বাঙ্গীন উন্নয়ন অর্জনে বাংলাদেশ আজ পৃথিবীতে অনন্য উচ্চতায়। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের তালিকায় আজ বাংলাদেশ।অতীতের রূপ বদলে দিয়ে আধুনিক বাংলাদেশের রূপকার আওয়ামী লীগ। দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও দেশের সাফল্য আজ মধ্যগগনে। আমরা দেশের ও দলের দীর্ঘায়ু কামনা করছি এবং দুর্নীতিবাজদের মূলোৎপাটন করে সোনার বাংলা গঠনের উদাত্ত আহবান জানাচ্ছি।বিবৃতিদাতা গণ মোয়াজ্জেম ইকবাল , মাহবুব রহমান মিলন ,শামসুদ তোহা ,রুমেল হোসেন , জসীম উদ্দিন , সালেহ করিমুজ্জামান ,মোহাম্মদ নূর , ইলিয়াস ঠাকুর ,শাওন প্রজা , আজিজুর রহমান , আবিদ আমীর ,শামসুর রহমান সামু ,স্নিগ্ধা লিপি , নবনী ,শাহজাহান কাজী ,রফিকুল আলম , শহিদুল বাবুশাহিদ ,মাইনুল ,মুনিরুল ইসলাম, সম্পদ ,মেহেদী ও জিহাদ রানা।