এটা যেন বিশ্ব পরিবেশবাদীদের এক মিলন মেলায় পরিনত হয় । পরিবেশবাদী সংঘঠন হিসেবে এক অসাধারণ উদাহরণ শেবুল ভাইয়ের নেতৃত্বে গড়ে ওঠা এই সংগঠন যান্ত্রিক জীবনের ভেতরেও পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করার এক উজ্জ্বল নিদর্শন। শেবুল চৌধুরীর নেতৃত্বে এক বিশাল কর্মীবাহিনী কাজ করে এই সংগঠনে ।এখানে রয়েছেন পরিবেশবিদ,বাগান প্রেমিক,বৃক্ষ প্রেমিক ও পুস্প প্রেমিকদের মিলন মেলা ।৫ম এই মিলন মেলায় অথিতি হিসাবে অংশগ্রহণ করেন বারমিংহামের লর্ড মেয়র,পার্লামেন্ট এম পি আইয়ুব খান, ডেপুটি মেয়র, শতবর্শী সেলিব্যিটি দবিরুল ইসলাম চৌধুরী এমবিই,কাউন্সিলার ,ও আমেরিকা থেকে অংশগ্রহণ করেন কমিউনিটি নেতা গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনর কেন্দীয় সাধারন সম্পাদক ময়নুল চৌধুরী হেলাল ও ইংল্যান্ড,ইউরোপ,বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অথিতিরা সংবাদপত্রের সম্পাদক,টিভি ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করে অনুষ্টানকে আন্তর্জাতিক একটি মিলন মেলায় পরিনত করেছেন ।অমরাবতির এই সংগঠন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্হানে সবুজায়নে কাজ করে ।বাংলাদেশে বিভিন্ন যায়গায় ফলজ,বনজ গাঁছ লাগিয়ে থাকে পরিবেশ রক্ষায় সহায়তা করে । ফলজ,বনজ ও শাক সবজি উৎপাদন করে পরিবেশের ভারসাম্য রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে ।এবারের অমরাবতির এই মিলন মেলা অত্যন্ত সফল হয়েছে বর্তমান সময়ের দ্রুতগতির নগরায়ণ এবং শিল্পায়নের ফলে পরিবেশের ওপর যে বিপর্যয় নেমে এসেছে, তা মোকাবিলার জন্য সচেতন মানুষদের এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেবুল ভাই ও তাঁর দল সেই লক্ষ্যেই কাজ করে চলেছেন।
প্রতিবছর তারা মিলন মেলার আয়োজন করেন, যা শুধু উৎসব নয়, বরং পরিবেশ রক্ষা নিয়ে সচেতনতা বৃদ্ধির এক মহামঞ্চ। এই মেলায় অংশগ্রহণকারীরা বিভিন্ন পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অংশগ্রহণ করে । পাশাপাশি, এই মেলা তরুণ প্রজন্মকে উৎসাহিত করে পরিবেশ সম্পর্কে সচেতন হতে এবং তাদের জীবনে সবুজ ধারণাকে অন্তর্ভুক্ত করতে।
শেবুল ভাইয়ের দৃষ্টিভঙ্গি এবং তাঁর অদম্য উৎসাহ, মানুষকে একত্রিত করে এক সবুজ পৃথিবী গড়ার প্রচেষ্টায় অনুপ্রাণিত করেছে। অমরাবতীর পঞ্চম মিলন মেলা সেই প্রচেষ্টার একটি মাইলফলক, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।
চমৎকার এ আয়োজনে আমাদেরক সম্মানিত করার জন্য কৃজ্ঞতা প্রকাশ করছি।শেবুল ভাইয়ে এই কর্মযজ্ঞ আরো এগিয়ে যাক এই কামনা সাথে শেবুল ভাইয়ের সুস্বাস্হ কামনা করি ।সকলের জন্য শুভ কামনা রহিল ।৬ই অক্টোবর রবিবার ২০২৪ বার্মিংহাম ইংল্যান্ড ।
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ডের বার্মিংহামে “অমরাবতীর”পঞ্চম মিলন মেলা অনুষ্টিত
-
গাঁও গ্রামের খবর ডেস্ক
- আপডেট সময় : ১২:৪৮:৫১ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- ১০৬ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ