বিশেষ প্রতিবেদক:
সীমান্ত নদী জাদুকাটার পশ্চিম তীর থেকে বিদেশি মদের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
এরপুর্বে মঙ্গলবার দুপুরে ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবির একটি চৌকস টহল দল সীমান্তনদী জাদুকাটার পশ্চিম তীর থেকে ওই মদেও চালানটি জব্দ করলেও এর সাথে জড়িত কোন মাদক চোরকারবারি চক্রের সদস্যকে আটক করতে পারেনি।
২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জের দায়িত্বশীল সূত্র আরো জানায়,ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি চৌকস টহল দল বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১২০৩ এর থ্রি এস সাব পিলারের নিচে সীমান্তনদী জাদুকাটার পশ্চিম তীর থেকে একাধিক কার্টুনে ভর্তি বিভিন্ন ব্রান্ডের ৪১৪ বোতল বিদেশি মদ জব্দ করে।
মঙ্গলবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ’র সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মহিদুর রহমান বলেন, জব্দকৃত বিদেশি মদের মূল্য প্রায় ৬ লাখ ২১ হাজার টাকা।
সংবাদ শিরোনাম ::
সীমান্তনদী জাদুকাটার পশ্চিম তীর থেকে সোয়া ৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ
- গাঁও গ্রামের খবর ডেস্ক
- আপডেট সময় : ১২:৫৮:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- ৩১ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ