সিলেট ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্বদেশ ফোরাম নিউইয়র্কের আয়োজনে ২০২৪ প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃগত ১৭ জুলাই ২০২৪,বুধবার বিকাল ৫টায় নিউইয়র্ক- এর জ‍্যাকসন হাইটসের ৭১-২৪, রুজভেল্টের ২য় তলায় স্বদেশ ফোরাম নিউইয়র্কের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও কবি অবিনাশ চন্দ্র আচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর পরিচালনা ও উপস্থাপনায় আয়োজিত প্রীতি সম্মিলনে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি ময়নূল হক চৌধুরী হেলাল। বিশেষ অতিথি ছিলেন বাপসনিউজ ও এনওয়াইবিজিনিঊজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,জালালাবাদ ল’সোসাইটি ইউএসএ- এর সভাপতি এডভোকেট এমাদ উদ্দিন, গ্রীণ টার্চের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক লিয়াকত এলাহী । খবর বাপসনিউজ।

প্রীতি সম্মিলনে স্বরচিত ছড়া -কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও দেশের গানে অংশ নেন- এডভোকেট মিহির পাল চৌধুরী, জাকির হোসেন বাচ্চু, সৈয়দ হাসমত আলী, এডভোকেট ছায়াদ আহমদ, ছালাবত জাং চৌধুরী, মিল্লাদ আক্তার চৌধুরী, দিলীপ বড়ুয়া, ডাঃ এইচ এম ফখরুল ইসলাম, এম.এ.সাদেক,সেলিনা বানু, মোহাম্মদ আব্দুল জলিল, নাসিরুল আলম পান্থ,খলিলুর রহমান, নাকিব আহমদ তমাল, কুতুব উদ্দিন ও এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী। প্রীতি সম্মিলনে এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর ৬৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখে আপ‍্যায়িত করা হয়।

জনপ্রিয় সংবাদ

স্বদেশ ফোরাম নিউইয়র্কের আয়োজনে ২০২৪ প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০৩:০৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ আগস্ট ২০২৪

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃগত ১৭ জুলাই ২০২৪,বুধবার বিকাল ৫টায় নিউইয়র্ক- এর জ‍্যাকসন হাইটসের ৭১-২৪, রুজভেল্টের ২য় তলায় স্বদেশ ফোরাম নিউইয়র্কের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও কবি অবিনাশ চন্দ্র আচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর পরিচালনা ও উপস্থাপনায় আয়োজিত প্রীতি সম্মিলনে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি ময়নূল হক চৌধুরী হেলাল। বিশেষ অতিথি ছিলেন বাপসনিউজ ও এনওয়াইবিজিনিঊজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,জালালাবাদ ল’সোসাইটি ইউএসএ- এর সভাপতি এডভোকেট এমাদ উদ্দিন, গ্রীণ টার্চের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক লিয়াকত এলাহী । খবর বাপসনিউজ।

প্রীতি সম্মিলনে স্বরচিত ছড়া -কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও দেশের গানে অংশ নেন- এডভোকেট মিহির পাল চৌধুরী, জাকির হোসেন বাচ্চু, সৈয়দ হাসমত আলী, এডভোকেট ছায়াদ আহমদ, ছালাবত জাং চৌধুরী, মিল্লাদ আক্তার চৌধুরী, দিলীপ বড়ুয়া, ডাঃ এইচ এম ফখরুল ইসলাম, এম.এ.সাদেক,সেলিনা বানু, মোহাম্মদ আব্দুল জলিল, নাসিরুল আলম পান্থ,খলিলুর রহমান, নাকিব আহমদ তমাল, কুতুব উদ্দিন ও এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী। প্রীতি সম্মিলনে এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর ৬৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখে আপ‍্যায়িত করা হয়।