নাহিদ পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ
পোরশা নিতপুর সীমান্তে ১৬ বিজিবির মত বিনিময় সভা অদ্য ১০ সেপ্টেম্বর ২০২৪ ইংরেজি তারিখ সময় ১৭১০ -১৭৪০ ঘটিকা পর্যন্ত নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর নিতপুর বিওপির দায়িত্ব পূর্ণ এলাকায় বিএ-৭১৫৭ মেজর মোঃ রবিউল ইসলাম পিএসসি পদাতিক স্যার এর নেতৃতে নিতপুর পুরাতন বাজার নামক স্হানে জনসচেতনা মুলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এলাকার মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তি বর্গ সহ ২০০-২৫০ জন উপস্থিত ছিলেন। উক্ত জনসচেতনতা ও মতবিনিময় সভায় অবৈধভাবে অনুপ্রবেশ,সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য পাচার ও সেবনের কুফল, রাতে অবৈধভাবে সীমান্তে মাছ না ধরা,চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে গরু ছাগল না চড়ানো সম্পর্কে আলোচনা করেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে উক্ত মতবিনিময় সভা শেষ করেন।