সিলেট ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাজ্য প্রবাসী মাওলানা ডাঃ মোহাম্মদ আব্দুল জব্বারের দাফন সম্পন্ন Logo মতিয়া চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগছনের এর শোক Logo বৃটেনের ইস্টলন্ডন জামে মসজিদে মাওলানা ডাঃ মোহাম্মদ আব্দুল জব্বারের জানাজা সম্পন্ন Logo ইংল্যান্ডের বার্মিংহামে “অমরাবতীর”পঞ্চম মিলন মেলা অনুষ্টিত Logo সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিতজনসচেতনতা সৃষ্টির মাধ্যমে দৃষ্টিহীন প্রতিবন্ধীদেরঅধিকার সুরক্ষায় সরকার কাজ করছে…….. অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনোয়ার উজ জামান Logo সমাজে গুণী ব্যক্তিদেরমূল্যায়ন করতে হবে…..এম. আহমদ আলী Logo আলহামদুলিল্লাহ! খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক সম্পন্ন। Logo গ্রিসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ ডাক পেয়েছেন কুড়িগ্রামের সুমন। Logo যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আলহাজ্ব আব্দুল জব্বারের ইন্তেকাল Logo মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সিলেটে দুর্গাপূজায় নগরীর৪২টি ওয়ার্ডের ৭৭ টি পূজা মন্ডপকে৩০ হাজার টাকা করে সিসিকের অনুদান

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :
হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা উৎসব যথাযথভাবে পালন করতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সিলেট মহানগরীর পূজা উদযাপন কমিটিসমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে নগর ভবন সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি।

এ বছর সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডে ৭৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে ৭৭টি পূজা মণ্ডপকে ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। মতিবিনিময় সভায় ৭৭টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি।

সভায় সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেন, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ রয়েছে। এই ঐতিহ্য ধরে রাখতে হবে।

তিনি বলেন, সিলেটের মানুষ চিন্তা-চেতনায় পরিশীলিত ও মার্জিত, আচার-আচরণে অত্যন্ত সংযত। আমরা শান্তিপূর্ণ পূজা উদযাপনের প্রতিশ্রুতিবদ্ধ।
সকলের সমিম্মিত প্রচেষ্ঠায় অবশ্যই সিলেটে অত্যন্ত শান্তিপূর্ণভাবে, ধর্মীয় ভাব-গাম্ভীর্যে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। পূজা উদযাপনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। পূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিভিন্ন সড়ক বিশেষ করে মণ্ডপ এলাকা আলোকিত করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রাস্তাঘাট প্রয়োজনীয় সংস্কারসহ সংশ্লিষ্টদের নানা নির্দেশনা দেন আবু আহমদ ছিদ্দীকী। কোনো ধরনের গুজবে কান না দিয়ে যেকোনো প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পূজা মণ্ডপ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য দেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রদীপ কুমার দেব, সাধারণ সম্পাদক চন্দন দাশ প্রমুখ। শুরুতে পবিত্র গীতা পাঠ করেন জ্যোতিষ চক্রবর্তী। সভায় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্য প্রবাসী মাওলানা ডাঃ মোহাম্মদ আব্দুল জব্বারের দাফন সম্পন্ন

সিলেটে দুর্গাপূজায় নগরীর৪২টি ওয়ার্ডের ৭৭ টি পূজা মন্ডপকে৩০ হাজার টাকা করে সিসিকের অনুদান

আপডেট সময় : ০৫:৪২:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :
হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা উৎসব যথাযথভাবে পালন করতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সিলেট মহানগরীর পূজা উদযাপন কমিটিসমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে নগর ভবন সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি।

এ বছর সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডে ৭৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে ৭৭টি পূজা মণ্ডপকে ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। মতিবিনিময় সভায় ৭৭টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি।

সভায় সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেন, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ রয়েছে। এই ঐতিহ্য ধরে রাখতে হবে।

তিনি বলেন, সিলেটের মানুষ চিন্তা-চেতনায় পরিশীলিত ও মার্জিত, আচার-আচরণে অত্যন্ত সংযত। আমরা শান্তিপূর্ণ পূজা উদযাপনের প্রতিশ্রুতিবদ্ধ।
সকলের সমিম্মিত প্রচেষ্ঠায় অবশ্যই সিলেটে অত্যন্ত শান্তিপূর্ণভাবে, ধর্মীয় ভাব-গাম্ভীর্যে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। পূজা উদযাপনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। পূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিভিন্ন সড়ক বিশেষ করে মণ্ডপ এলাকা আলোকিত করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রাস্তাঘাট প্রয়োজনীয় সংস্কারসহ সংশ্লিষ্টদের নানা নির্দেশনা দেন আবু আহমদ ছিদ্দীকী। কোনো ধরনের গুজবে কান না দিয়ে যেকোনো প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পূজা মণ্ডপ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য দেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রদীপ কুমার দেব, সাধারণ সম্পাদক চন্দন দাশ প্রমুখ। শুরুতে পবিত্র গীতা পাঠ করেন জ্যোতিষ চক্রবর্তী। সভায় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।