হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃপাক পানজাতন দরবার শরীফের প্রধান পীর আল্লামা শায়েখ মোশতাক আহমাদ মুজাহেদী পান্জাতনী মহোদয়ের আহবানে আগামী ১৯ শে রমজান ৩০ শে মার্চ ২০২৪,শনিবার বাদ জোহর থেকে ইফতার পর্যন্ত ঢাকার বায়তুল মুকাররম অডিটোরিয়ামে আমিরুল মোমেনীন আধ্যাতিকতার সম্রাট রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার গুপ্ত জ্ঞানের সঙ্গী হযরত আলী ইবনে আবি তালিব (রাঃ) এর পবিত্র শাহাদাৎ স্বরনে ৯ম বার্ষিক “বেলায়াতের সম্রাট মাওলা আলী (রাঃ) কনফারেন্স ” অনুস্টিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য আল্লামা শায়েখ খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী উপস্থিত থাকবেন। আরও যারা আলোচনা করবেন আল্লামা ড.আতাউর রহমান মিয়াজী, শাহ সুফি সৈয়দ গোলাম মুর্শেদ মাইজভান্ডারি, শাহ সুফি সৈয়দ তানবির হাদি মাইজভান্ডারী, আল্লামা ড.আব্দুর রাজ্বাক,আল্লামা ড.আহসানুল হাদী ড.বাকি বিল্লাহ মিশকাত চৌধুরী আল্লামা সাজ্বাত হোসাইন রনি মাওলানা ফুয়াদ আল মাহদী ফারুকী সহ দেশ বরেন্য ওলামায়ে কেরাম পীর মাশায়েখ গন।
উল্লেখ্য হযরত আলী ইবনে আবি তালিব (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার আহলে বাইতের অন্যতম সদস্য এবং তাঁর গুপ্ত জ্ঞানের দরজা বেলায়াতের সম্রাট। শুরু হতে কিয়ামত পর্যন্ত যত ওলী গাউছ কুতুব গন দুনিয়াতে আসবেন তাদের সকলের মহান ইমাম।
পবিত্র ২১ শে রমজানে হযরত আলী (রাঃ) মাসজিদে নামাজ রত অবস্থায় কুখ্যাত খারেজী ইবনে মুলজেমের আঘাতে শাহাদাৎ বরন করেন।
সংবাদ শিরোনাম ::
পাক পানজাতন দরবার শরীফের প্রধানের ইফতার ৩০ শে মার্চ শনিবার
- গাঁও গ্রামের খবর ডেস্ক
- আপডেট সময় : ০৫:০১:৩৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- ৫৮ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ