মিঠুন পাল, (পটুয়াখালী) প্রতিনিধি
দেশের সকল নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনতে সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করেছে সরকার। পেনশন কর্মসূচি বা স্কিমে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা।
দেশের মানুষের জন্য চার ধরনের পেনশন স্কিমের বিধান রেখে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা জারি করা হয়েছে। অর্থ বিভাগ থেকে জারি হওয়া এই বিধিমালায় প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে চার ধরনের পেনশন স্কিম চালুর কথা বলা হয়েছে।
“সুখে ভরবে আগামীর দিন, পেনশন এখন সর্বজনীন”,এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর গলাচিপায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর রবিবার বিকেল ৩ টায় গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা নির্বাহী অফিসার মু. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
জনঅবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার,সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী,উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, থানা প্রতিনিধি এস আই মোঃ মহসিন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, গলাচিপা সরকারী ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মোঃ ফোরকান কবির, চিকনিকান্দী, ডাকুয়া ও বকুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বৃন্দ, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক বৃন্দ, বণিক সমিতির সভাপতি তাপস দত্ত ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।