মোঃ বশির আহাম্মেদ
বাকেরগঞ্জ সংবাদদাতা
বরিশালের বাকেরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পান্ডব ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করা হয়েছে।
১৬ আগস্ট সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৎস্য বিভাগের উদ্যেগে উপজেলার কারখানা, তেঁতুলিয়া, পান্ডব, পায়রা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় ১৩ কেজি ইলিশ মাছ, ১ নৌকা ও ১২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। আটকৃতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচ লেখা রেখে ছেড়ে দেওয়া হয়েছে বাকি ৮ জনকে ১৭ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন,আটক হওয়ার ১ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচ লেখা রেখে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত বাকিদের ১৭ দিন করে কারা দণ্ড দেওয়া হয়েছে।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি সানজিদা রিক্তা এছাড়া জব্দকৃত মাছ অসহায়দের মধ্যে বিতরণ ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। আটককৃতরা হলো, রাকিব (২৫)পিতা: জাফর বেগ মোশারেফ(৩৫)
পিতা: রকমান ফকির
শাহিন হাওলাদার (৪০)
পিতা: মৃত. মজিদ হাওলাদার
মো: আল আমিন (৩৫)
পিতা: আমজেদ হাওলাদার
আউয়াল হাওলাদার (৩৫)
পিতা: মৃত. খালেক হাওলাদার
মিন্টু (১৬)
পিতা: খায়রুল বসার
০৭। হানিফ (৪০)
এনামুল ডাকুয়া (৩৫)
পিতা: তোতা মিয়া
খোকন হাওলাদার (৩৫)
পিতা: সেকান্দার হাওলাদার