নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় বানভাসি ১৬ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। নিতপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজে আশ্রয় নেয়া বানভাসিদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার দুপুরে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার নিতপুর ইউনিয়নের জেলেপাড়া এলাকা প্লাবিত হলে ১৬টি বাড়ি পানিতে ডুবে যায়। এতে ওই বাড়িগুলিতে বসবাসরত পরিবারের লোকজন নিতপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজে আশ্রয় গ্রহণ করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার অবগত হলে তিনি উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের জন্য ৫প্যাকেট স্যালাইন, ২ প্যাকেট বিস্কুট, ৪প্যাকেট মুড়ি, ১ কেজি চিড়া, ১ প্যাকেট চানাচুর, ১ প্যাকেট দুধ, ১টি সাবান, ১প্যাকেট মোমবাতি ও ১প্যাকেট কয়েল বরাদ্ধ প্রদান করেন। পরে ইউএনও’র প্রতিনিধি হিসাবে সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান বরাদ্ধবকৃত খাদ্যসামগ্রীগুলি বানভাসিদের মাঝে বিতরণ করেন। এসময় নিতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি আব্দুল বারিক, প্রেসক্লাব সহসভাপতি কামরুজ্জামান সরকার উপস্থিত ছিলেন।