মিঠুন পাল,(পটুয়াখালী)
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন উন্নয়ন ও উৎপাদনশীলতার লক্ষ্যে বিভিন্ন সরকারি কর্মকর্তা প্রতিষ্ঠানিক প্রধানগণ, সিভিল সোসাইটির প্রতিনিধিগণ, ব্যবসায়ী, ব্যাংক, বীমা, এনজিও প্রতিনিধি নিয়ে উপজেলা পরিষদ হলরুমে বিকাল ৩ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আকরামুজ্জামান, প্রানী সম্পদ ও ভ্যাটেনারী অফিসার ডা.স্বজল দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোখলেছুর রহমান,পি আই ও খোকন চন্দ্র দাস, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুক হোসেন । উক্ত সভায় বিভিন্ন প্রস্তাবনা এবং স্মার্ট উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ প্রস্তাব গৃহীত হয়।