বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জের প্রত্যন্ত পল্লীএলাকার সাধারণ মানুষের কাছে স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবা পাবার বিশস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে জাহানারা ক্লিনিক এন্ড ডায়াগণষ্টিক সেন্টার। বরিশাল জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দুরে বাকেরগঞ্জ পৌর সদরের বাকেগঞ্জ বরগুনা সড়কের বাকেরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের বিআইপি কলনি নামক স্থানে জাহানারা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অবস্থিত। এখানে প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসেন উপজেলার ১৪ টি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী জেলা বরগুনার বেতাগী কাঁঠালতুলি মির্জাগঞ্জের রোগীরা। স্বল্প খরচ ও সেবার গুণগতমান ভালো হওয়ায় ক্লিনিকটিতে সর্বদাই রোগীর উপচে পড়া ভিড় থাকে। জাহানারা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সর্বদাই ইমারজেন্সি ডাক্তার থাকেন এখানে রয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হসপিটালের এক ঝাঁক অভিজ্ঞ ডাক্তার। রোগীর সেবা নিয়ে জাহানারা ক্লিনিকের ম্যানেজার জহিরুল ইসলাম জানান, জাহানারা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসার এতই সুনাম রয়েছে যে সার্বক্ষণিক এই প্রতিষ্ঠানটিতে রোগীদের উপচে পড়া ভিড় থাকে। কখনো কখনো রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয়। তিনি আরো জানান উপজেলার প্রায় ৯০ ভাগ মানুষ কৃষিজীবী জীবনধারণও সাধারণ। ফলে এসব মানুষ চাইলেও উন্নত চিকিৎসা সেবা নিতে জেলা শহরে যেতে পারে না। আবার উপজেলা সরকারী হাসপাতালেও কাঙ্খিত সেবা পায় না। তবে স্বল্প খরচে এসব মানুষের উন্নত স্বাস্খ্য সেবা প্রদানের অঙ্গীকার ও কাঙ্খিত মাণের স্বাস্থ্য সেবা দিয়ে চলেছে সরকার অনুমোদিত জাহানারা ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক সেন্টার। উপজেলার প্রত্যন্ত পল্লী এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার বিশস্ত প্রতিষ্ঠান এটি। এখানেই প্রতি মাসে গরীব ও অসহায় মানুষদের বিভিন্ন অসুখের বিনামূল্য পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা প্রদানে জাহানারা ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক সেন্টার অন্যদের থেকে এক ধাপ এগিয়ে। এখানের বড় গুণ সাধারণ মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার মুল্য নির্ধারণ করা হয়েছে। এখানে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, সার্বক্ষনিক একজন বিশেষজ্ঞ চিকিৎসক, আল্ট্রাসনোগ্রাফি, শীতাতাপ নিয়ন্ত্রিত ও আধূনিক যন্ত্রপাতির মাধ্যমে এক্সরেসহ ও বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞদের দিয়ে নির্ভুল রিপোর্ট প্রদান, দালাল ও ধুমপানমুক্ত উন্নত পরিবেশ এবং নিয়ম-শৃঙ্খলা, রোগী ও স্বজনদের সঙ্গে সুন্দর আচরণ ইত্যাদির মধ্য দিয়ে সেবা ডায়াগণষ্টিক সেন্টার সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবায় আস্থা ও ভরসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে। ফলে এথানে প্রতিনিয়ত বাড়ছে চিকিৎসা সেবা গ্রহণকারীদের সংখ্যা। আবার হাতের কাছে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা পেয়ে এই জনপদের মানুষও খুশি। এই জনপদের সাধারণ মানুষ জাহানারা ক্লিনিক এন্ড ডায়াগণষ্টিক সেন্টারের উন্নতি ও সম্মৃদ্ধি কামনা করেছেন। জাহানারা ক্লিনিকের স্বত্ত্বাধিকারি জাহানারা বেগম জানান, তারা ব্যবসা নয় মানব সেবার প্রত্যয় নিয়ে জাহানারা ক্লিনিক এন্ড ডায়াগণষ্টিক সেন্টারের যাত্রা শুরু করেছেন। তিনি আরও বলেন, আমরা সব সময় সাধারণ মানুষকে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা দেবার চেস্টা করে যাচ্ছি আগামি দিনেও আমাদের এই চেস্টা অব্যাহত থাকবে। বাকেরগঞ্জ উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, জাহানারা ক্লিনিক এন্ড ডায়াগণষ্টিক সেন্টার স্বাস্থ্য সেবায় বড় ভূমিকা রাখছে। চিকিৎসা নিতে আসা পার্শ্ববর্তী জেলা বরগুনার বেতাগী উপজেলার শাহাদাত হোসেন জানান তিনি তার ভাতিজাকে নিয়ে বিভিন্ন হসপিটালে ডাক্তার দেখিয়েছেন কিছুদিন পূর্বে জাহানারা ক্লিনিক এন্ড ডাইজেস্টিক সেন্টারে ডাক্তার দেখিয়ে তার ভাতিজা সুস্থ্য হয়েছেন। তারা এ প্রতিষ্ঠানে নিয়োমিত আসেন এখানের মান ও সেবা নিয়ে তারা খুসি।