আমাদের রিপোর্টার: কয়েছ আহমদ, রোহেল জানান গত কাল ২০শে নভেম্ব রবিবার পুর্ব লন্ডনের স্টেপনি গ্রীনের একটি অভিজাত হলে এ সভা অনুষ্ঠিত হয়। জালালপুর ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি কামাল আহমেদ ও জয়েন্ট সেক্রেটারি মোস্তাক আহমেদ এর যৌত পরিচালনায় অনুষ্ঠিত সভায়, সভাপত্তিত করেন সংগটনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আজিজ চৌধুরী। সংগটনের কোষাধ্যক্ষ আছাব মিয়া সেজু কোরআন তেলাওয়াত এর মাধ্যমে সভার কার্য ক্রম শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, সাবেক কাউন্সিলর, ব্রাডফোড` মেট্রোপলিটন ডিসট্রিক্ট কাউন্সিল এর শওকত আহমদ এমবিই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আলহাজ্ব মাস্টার এম,এ, ছালাম।সামছুল ইসলাম, বাবুল আহমদ। সহ-সভাপতি অয়েছ আহমদ, আবদুল সাজ্জাদ, ফজলুর রহমান, শাহজাহান শিকদার।
সভার শুরুতেই সংগটনের আগামি দুই বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তিক ঘটিত পূর্ণাঙ্গ তেত্রিশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করে সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সভা উপস্তিত সকল সদস্য দের সর্বসম্মতিক্রমে সংগটনের সংবিধানে নতুন অনুচ্ছেদ সংযোজন করা হয়। এবং সংগটনের আগামী দুই বছরের কার্যবিবরণী নির্ধারণ করা হয়।
এসময় সভায় সংগটনের সভাপতি বিগত দিনের জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সকল কার্যক্রম এবং আয় ও ব্যয়ের হিসাব পেশ করেন।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ছালেহ আহমদ,সাংগঠনিক সম্পাদক হাসান আল ইসলাম রাজন, নাসির উদ্দীন, ফয়জুল ইসলাম সায়েম, নজরুল হক, আবদুল কাইয়ুম চৌধুরী রুবেল, তওয়াহিদুর রহমান টিপু,সাদিক মিয়া,
সহ যুক্তরাজ্যে বসবাসরত জালালপুর ইউনিয়ন বাসি এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ এবং জালালপুর ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকের সকল সদস্য বৃন্দ।
জালালপুর ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে
—————————————————
কার্যনির্বাহী কমিটি ২০২২—–২০২৪ইং
—————————————————
সভাপতি ঃ- কামাল আহমদ (কাদিপুর)
সিনিয়র সহ-সভাপতি ঃ- ওয়েছ আহমদ (মিরার গাও)
সহ-সভাপতি ঃ- লোকমান আহমদ (কাদিপুর)
সহ-সভাপতি ঃ- ফজলুর রহমান (খতিরা)
সহ-সভাপতি ঃ-আবদুল সাজ্জাদ আওলাদ (সমসপুর)
সহ-সভাপতি ঃ- দেলোয়ার হোসেন মস্তফা (কাদিপুর)
সহ-সভাপতি ঃ- শাহজাহান শিকদার (রায়খাইল)
সহ-সভাপতি ঃ- সিদ্দিকুর রহমান জয়নাল (রায়খাইল)
সহ-সভাপতি ঃ- ইমরান আহমদ (খতিরা)
সাধারণ সম্পাদক ঃ- ছালেহ আহমদ (রায়খাইল)
সহ-সাধারণ সম্পাদক ঃ- মোস্তাক আহমদ (রায়খাইল)
সহ-সাধারণ সম্পাদক ঃ- নাসির উদ্দীন (সমসপুর)
সাংগঠনিক সম্পাদক ঃ- হাসান আল ইসলাম রাজন (শেখপাড়া)
সহ-সাংগঠনিক সম্পাদক ঃ-মুমিত আহমদ (খতিরা)
কোষাধক্ষ্য ঃ- আছাব মিয়া সেজু (শেখপাড়া)
সহ-কোষাধক্ষ্য ঃ- ফয়জুল ইসলাম সায়েম (শেখপাড়া)
শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ঃ- আবদুল কাইয়ুম চৌধুরী রুবেল (রায়খাইল)
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঃ- শাহ মোঃ রহমত (শেখপাড়া)
প্রচার সম্পাদক ঃ- মোঃ সজল মিয়া সেবুল (শেখপাড়া)
সহ-প্রচার সম্পাদক ঃ- আবদুল কাইয়ুম (সাতভিলা)
ধর্ম বিষয়ক সম্পাদক ঃ- মৌলানা দেলোয়ার হোসেন (কাদিপুর)
ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক ঃ-মোঃ নজরুল হক (কাদিপুর)
সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ঃ- মোঃ সাদিক মিয়া (টাকির মহল)
ক্রীড়া বিষয়ক সম্পাদক ঃ ময়নুল ইসলাম (নিজ জালালপুর)
অফিস ও মেম্বারশীপ সেক্রেটারি ঃ- মোহাম্মদ আব্দুল আজিম (টাকির মহল)
সহ-অফিস ও মেম্বারশিপ সেক্রেটারি ঃ- সৈয়দ জামিল আহমদ (মিরার গাও)
কার্যনির্বাহী সদস্য
—————————-
হোসেন আহমদ (রায়খাইল)
নাজমুল হক চৌধুরী কামাল (রায়খাইল)
ওয়াজিদ হাসান সেলিম (কাদিপুর)
সৈয়দ মোহাম্মদ ফয়সাল (মিরার গাও)
মোহাম্মদ রুলু নুর (শেখপাড়া)
মোহাম্মদ ওয়াহিদুজ্জামান (কাদিপুর)
মোহাম্মদ নিজাম উদ্দিন (শিবের চক)
উপদেষ্টা কমিটি
——————————–
আলহাজ্ব আজিজ চৌধুরী (রায়খাইল)
মাস্টার আবদুস সালাম মানিক (রায়খাইল)
আলহাজ্ব মানিক মিয়া (খতিরা)
আলহাজ্ব মুজিবুর রহমান আনন (শেখপাড়া)
ডাঃ সৈয়দ নজরুল ইসলাম সালেহ (মিরার গাও)
বাবুল আহমদ (কাদিপুর)
মুক্তিযোদ্ধা অয়েছ আহমদ (আজমত পুর)
শামসুল ইসলাম (আলমদীন)
মোহাম্মদ সুলতান (মোকামদোয়ার)
মোহাম্মদ শহীদুজ্জামান (কাদিপুর)
মসহুদুর রহমান চৌধুরী (সুনামপুর)