সিলেটে ফের রাজপথে মুখোমুখি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি। পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশকে ঘিরে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সিলেট মহানগর পুলিশ।
রবিবার (৯ জুলাই) বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে ‘তারুণ্যের সমাবেশ’। একই দিনে নগরীর রেজিস্টারি মাঠে দুপুর ৩টার দিকে ‘তারুণ্যের জয়যাত্রা’ নামে পালটা সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সিলেট জেলা ও মহানগর যুবলীগ। পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে সতর্ক স্থানীয় পুলিশ প্রশাসন। সমাবেশকে কেন্দ্র করে নগরীতে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সিলেট মহানগর পুলিশ। সিলেট নগরীতে যুবলীগ আয়োজিত ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে উপস্থিত থাকবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। আর ‘তারুণ্যের সমাবেশ’ বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। এদিকে শনিবার (৮ জুলাই) সিলেটের এক অভিজাত রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে বদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ইতিপূর্বে আমরা দেশের অন্যান্য জায়গায় যখন সমাবেশ করার ঘোষণা দিয়েছি, তখন সরকার দলীয় সংগঠন যুবলীগ থেকে একই জায়গায় একই সময়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তবে সমাবেশ করতে গিয়ে কোনো বড় ধরনের বাধার মুখে পড়তে হয়নি। টুকু বলেন, সমাবেশকে সামনে রেখে সাত দিন ধরে সিলেট লিফলেট বিতরণ ও প্রচারণা চলছে। তারুণ্যের সমাবেশকে সামনে রেখে সরকার দলের অঙ্গ সংগঠনের কোনো আয়োজন আমাদের সমাবেশে বাধা হবে না বলে আমি আশাবাদী।