বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
রোববার (৬ আগস্ট) এক অভিনন্দন বার্তায় দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ও কোষাধ্যক্ষ শরিফ আহমদ বলেন, নবনির্বাচিত কমিটি সিলেটে কর্মরত ফটো সাংবাদিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে বলিষ্ট ভূমিকা পালন করবে। ফটো সাংবাদিকরা তাদের ছবির মাধ্যমে দেশ ও সমাজের জন্য অনেক কল্যাণ বয়ে আনে। প্রেসক্লাব নেতৃবৃন্দ নবনির্বাচিতদের সাফল্য ও মঙ্গল কামনা করেন।
এদিকে দক্ষিণ সুরমা প্রেসক্লাব’র সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির লিটনকে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটিতে সহ সভাপতি এবং সদস্য নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সকল সদস্য বৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ।