দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষরোপণকে গণ আন্দোলনে পরিণত করা গেলে দেশে সবুজ বনায়নে রুপ নিবে।
তিনি শনিবার (১ জুন) সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পৃথক বৃক্ষরোপণ কর্মসূচি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সালাউদ্দিন মিয়া, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সোলাইমান হোসেন, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সহ-সভাপতি এনামুল কবির।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের আর্থিক সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. আতিকুর রহমান, প্রধান সহকারী ফরিদ উদ্দিন পলাশ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, দপ্তর ও পাঠাগার সম্পাদক মো. রফিক আহমদ, সদস্য শেখ সাদিম আহমদ, শেখ জাবেদ আহমদ এমরান, মো. আব্দুল হাছিব, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী সদস্য মো. শাহাব উদ্দিন শিহাব, শাকিল মাহমুদ মঈন, শাহজান মিয়া, নিজাম উদ্দিন মুরাদ প্রমুখ। বিজ্ঞপ্তি
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউএনও ঊর্মি রায়; প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই
-
গাঁও গ্রামের খবর ডেস্ক
- আপডেট সময় : ০৪:১৬:৪৩ অপরাহ্ণ, শনিবার, ১ জুন ২০২৪
- ১১০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ