সালেহ আহমদ (স’লিপক):
শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ্ মোঃ আতিকুল হক বলেছেন, শিক্ষাই হল আগামী ডিজিটাল বাংলাদেশ গঁড়ার মূল চালিকাশক্তি। এজন্য আগামী প্রজন্মকে সর্বপ্রথম সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এ লক্ষ্য নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিকে সামনে রেখে চারিত্রিক এবং নৈতিক জ্ঞানসম্মত জাতি গঁড়ার অন্যতম কাণ্ডারি হিসেবে কাজ করে যাচ্ছে সিউর সাকসেস একাডেমি।
বুধবার (২২মে) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামের রিজেন্ট পার্ক রিসোর্টে সিউর সাকসেস এডুকেশন এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে সিউর সাকসেস একাডেমিক কোচিংয়ে অংশগ্রহণকারী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৪ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাবিপ্রবি অধ্যাপক ড. শাহ্ মোঃ আতিকুল হক এ কথাগুলো বলেন।
সিউর সাকসেস এডুকেশন এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সভাপতি মোঃ রমজান আলীর সভাপতিত্বে প্রধান ছিলেন নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ডা. মিফতাহুল হোসেন সুইট।
সংবর্ধিত অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড দক্ষিণ সুরমা শাখার এ্যসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নুরুল আম্বিয়া চৌধুরী মাসুম, সিউর সাকসেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আব্দুল গফফার।
সাধারণ সম্পাদক এস এম ফাহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম. আহমদ আলী, সিলাম পি. এল. বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন, সাবেক ব্যাংক কর্মকতা কানাডা প্রবাসী মাজেদ আহমদ, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী নিজাম উদ্দিন, আল আরফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর কর্মকতা তারেক আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংবর্ধিত শিক্ষার্থী মোঃ তাহসিন হাবিব রাফি। শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোচিং এর সিনিয়র শিক্ষক মোঃ ইমাদ উদ্দিন ও মকবুল হোসেন রুহান। সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী ফাতেমা আক্তার সামা ও পুনম তারণ।
এছাড়াও অনুষ্ঠানে সিউর সাকসেস একাডেমির পরিচালক আব্দুস শহীদ মধু, পরিচালক এম. আর. সায়েক, সিনিয়র শিক্ষক রাসেল আহমদ, শিক্ষকদের মধ্যে আব্দুল্লাহ আল ফাহিম, সুয়েব আহমদ, তাওহিদ রাহি, ঐশী, মৌ রানী, ইভান, জুবায়ের, নাহিদ, মারুফ সহ একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সিউর সাকসেস শিক্ষার্থীদের এরকম ডিজিটাল পড়াশুনা ও প্রোগ্রামেরদ্বারা শিক্ষার্থীদের মাঝে সৃজনশীল মেধাবিকাশ করে আলোকিত সমাজ গঁড়ার কাজ করে যাচ্ছে।
তারা, সবার উদ্দ্যেশ্য আগামীতে সঠিক পড়াশুনারদ্বারা নৈতিক মানদণ্ডে বলীয়ান জাতি গঠনে শিক্ষাকে সামনে রেখে কাজ করার আহবান জানান এবং আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দিক নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে ক্রেস্ট, সার্টিফিকেট ও বিভিন্ন পুরস্কারে প্রদানের মাধ্যমে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।