জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশ ইউকে’র উদ্যোগে আগামী ৩ ফেব্রুয়ারী শনিবার জালালপুর উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হবে। চক্ষু রোগীদের চিকিৎসা প্রদানের পাশাপাশি ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে। এছাড়া বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করবেন। ফ্রি ওষুধ প্রদান করা হবে দরিদ্র রোগীদের।
গত ১লা ফেব্রুয়ারি ২০২৪ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ উপলক্ষে এক সর্বশেষ প্রস্তুতি সভা জালালপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশ ইউকের সভাপতি জনাব কামাল আহমদ স্যারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোস্তাক আহমদ এর সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন , দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সভাপতি জনাব শাহজাহান শিকদার, এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জনাব হাসান আল ইসলাম রাজন, সহ- কোষাধ্যক্ষ জনাব ফয়জুল ইসলাম সায়েম, প্রচার সম্পাদক আবদুল কাইয়ুম , জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ওয়েস আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী জনাব শহীদুর রহমান শাহীন, বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব রাজনীতিবিদ ও সমাজসেবী জনাব আবদুস শহীদ পংকি জনাব বদরুল ইসলাম জয়দু, জালালপুর বাজার বনিক কল্যাণ সমিতির সভাপতি জনাব আবদুল বাসিত বাচ্চু, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী জনাব আবদুস সালাম চৌধুরী সোহেল, আনিলগনজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আখলাকুল আম্বিয়া বাতেন, জালালপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মনসুর আলী, জালালপুর জনকল্যাণ সমিতির সভাপতি জনাব সামছুর রহমান সুজা, জালালপুরের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ সিতাব আহমদ, তরুণ সমাজকর্মী জনাব সৈয়দ মোহাম্মদ টিপু, সৈয়দ মাহতাব আহমদ, VOICE OF WORLD এর পরিচালক এস এম ফাহিম, মীর মতিউর রহমানসহ আরও অনেকে।