দক্ষিণ সুরমা প্রতিনিধি ঃ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটাক্ষকারী ক্রিস ধর কৃষ্ণের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি কার্যকর করার দাবীতে দক্ষিণ সুরমা উপজেলাধিন নাজির বাজারে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও ওসমানীনগরের সর্বস্তরের মুসলিম জনতা কর্তৃক ২২ জানুয়ারি সোমবার বাদ আছর নাজির বাজারে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল কুরআন নাজির বাজার মাদরাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসান।
কুরুয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আখতার আলীর সভাপতিত্বে ও চিন্তামনি পশ্চিমপাড়া বায়তুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সুফিয়ান খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউপি মেম্বার আলখাছ আলী, হান্নান মিয়া, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হাবিবুর রহমান, রাজনীতিবিদ ও সমাজসেবী হেলাল আহমদ, জাহাঙ্গীর খান, মাওলানা এহিয়া, মতিউর রহমান চৌধুরী এহিয়া, মানিক মিয়া, আল-আমীন, ছয়ফুল ইসলাম, জামিল আহমদ, ছালিক মিয়া, ফজলু মিয়া, বাদশা মিয়া, রুমেল আহমদ, নাজিম উদ্দিন, আব্দুস সত্তার, সোহেল আহমদ, মাহবুব আহমদ, জুয়েল আহমদ, সুহেল আহমদ, সুমেল আহমদ, সাব্বির আহমদ, কামরান খান, ছুরত খান, জামিল আহমদ, সাদ্দাম হোসেন, ফারহান আহমদ, ছায়দুল, ফজলু খান, নিজাম আহমদ প্রমুখ সহ বাজারের ব্যবসায়ী ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ।
সমাবেশে বক্তারা বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটাক্ষকারী ক্রিস ধর কৃষ্ণের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবী জানিয়ে বলেন, তার এ মন্তব্য গোটা মুসলিম জাতির হৃদয়ে আঘাত এনেছে। যা সম্পূর্ণ ক্ষমার অযোগ্য। বক্তারা অবিলম্বে ফাঁসি কার্যকর করার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানান।
সংবাদ শিরোনাম ::
বিশ্বনবী (সা:)কে নিয়ে কটাক্ষকারী ক্রিস ধর কৃষ্ণের
ফাঁসির দাবীতে নাজিরবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
-
গাঁও গ্রামের খবর ডেস্ক
- আপডেট সময় : ০৬:২৯:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪
- ৯৯ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ