সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি বলেছেন সিলেট ৩ আসনের মানুষ আমাকে নির্বাচিত করেছে তাদের উন্নয়ন করার জন্য , আমি সব সময় আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি আমি, আমার নেত্রী সব সময় দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তিনি শুক্রবার সন্ধায় দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।
১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিলু মিয়ার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা ও সিলাম ইউপি সদস্য সুহেল আহমদ এর পরিচালনায় উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নেছার আলী, সদস্য কয়েছ আহমদ মেম্বার ,সিলেট জেলা সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ দিলোয়ার,সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুল হাই আতিক মাস্টার, যুগ্ম আহবায়ক আবু সাইদ জুবেরী সাদ, সিলাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিক মিয়া, সিলেট জেলা যুবলীগের সদস্য এস এম রাসেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বদরুল আলম তুহিন সিলাম ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তুহিন চৌধুরী, ফারুক মিয়া, আখলিছ মিয়া, লাল মিয়া, সিলাম ইউপি সদস্য সাবিনা আক্তার আছমা, সিলাম ইউনিয়ন যুবলীগ নেতা খালেদ আহমদ, আবু সামাদ, কামরান আহমদ, শ্রমিক লীগ নেতা আব্দুল কাইয়ূম , তাঁতীলীগ নেতা জমির মিয়া, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ, তুফায়েল ইসলাম রাব্বি, আজহার আহমদ, সাদমান সাকিব, প্রমুখ।