মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার জমিসহ ঘর পাওয়ার তালিকায় অন্তর্ভুক্ত হয়েও ঘর না পাওয়ায় সিলাম ইউনিয়নের ২৬ পরিবারের পক্ষ থেকে গতকাল ৯ সেপ্টেম্বর সোমবার সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সিলাম ইউনিয়নের বঞ্চিত ভূমিহীন পরিবার স্মারকলিপিতে উল্লেখ করেন যে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার জমিসহ ঘরের তালিকায় নাম দিয়ে সিলাম ভূমি অফিসে কর্মকতা কর্তৃক যাচাই বাছাই হয়ে চুড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর তাদেরকে ঘর না দিয়েই দক্ষিণ সুরমা উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছেন একজন মানুষ ভূমিহীন থাকবে না,যারা ঘর পায়নি প্রকৃত ভুমিহীনদের ঘর দেয়া হবে। সেখানে তারা ২৬ টি ভূমিহীন পরিবার বঞ্চিত হয়েছেন । তারা বারবার দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সিলাম ইউনিয়ন ভূমি অফিসে বারবার যোগাযোগ করে কোনো সদুত্তর পাননি ।
অবশেষে গত ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা উপজেলা নবাগত নির্বাহী অফিসার উর্মি রায়ের বরাবরের লিখিত আবেদন করেন। তাতেও কোনো সুরাহা না হওয়ায় গতকাল ৯ অক্টোবর সোমবার সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করে তাদেরকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার জমিসহ ঘর পাওয়ার ব্যবসা গ্রহণের জোর দাবী জানান।
এসময় তারা সিলাম ইউনিয়নের বঞ্চিত ২৬ টি ভূমিহীন পরিবারের তালিকা প্রদান করেন। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন- ভূমিহীন ময়না মিয়া, কমর উদ্দিন,ফারক মিয়া,তালেবুল মিয়া, শেফা বেগম, আব্দুল মতিন, আফিয়া বেগম, ঝর্ণা বেগম,সুফিয়া বেগম, আলমতি বেগম, ইকবাল হোসেন, মিনা বেগম, বেবি বেগম, মিনারা বেগম, তুরণ মিয়া শিউলি বেগম, রুকন মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি
সংবাদ শিরোনাম ::
সিলামের বঞ্চিত ভূমিহীনদের পক্ষ থেকে
বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
বরাবরে স্মারকলিপি প্রদান
- গাঁও গ্রামের খবর ডেস্ক
- আপডেট সময় : ০১:২৭:৪৯ অপরাহ্ণ, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- ১১৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ