সিলামে ডাকাত দলের হানা
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
দুই দিনের ব্যবধানে দক্ষিণ সুরমায় ডাকাতি সিলামে ডাকাত দলের হানা।গত ১১ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা থানাধীন মোল্লারগাঁও ইউনিয়ের গোপশহর গ্রামের শফিক ভিলায় মাওলানা ইউসুফ আলীর ঘরে ৯-১০ জনের মুখোশ পরা ডাকত দল হানা দেয় ও দুইজন আহত হযন। কিন্তুু এখন পযর্ন্ত ডাকাত দলের কাউকে ধরতে পারেনি থানা পুলিশ।এই ঘটনার রেশ কাটতে না কাটতে দুই দিনের ব্যবধানে একই উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নে১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর রাতে টিকরপাড়া মৃত তালেবুল গণির ছেলে ইফতেখার গণি তাজুলের বাড়িতে মুখোশপরা ডাকাতরা হানা দেয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ৮/৯ জনের ডাকাত দল গ্রিলের তালা কেটে ঘরে প্রবেশ করে। এসময় তারা দেশীয় অস্এ লোহার রড, রামদা ছুরি ও ডেগার দিয়ে ভয় দেখিয়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার, সিসি টিভির ডিভিডি রেকর্ডার, আইফোন, মোবাইল ৩টি, ১টি টিবিএস মেট্রো প্লাস মোটরসাইকেল ও ৩ লক্ষ নগদ টাকাসহ মোট ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, ডিসি (দক্ষিণ) সোহেল রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডিসি (দক্ষিণ) সোহেল রেজা জানান, প্রাথমিক ভাবে এটিকে ডাকাতি হিসেবেই দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।