সিলেটের বালাগঞ্জে ১২৮ কোটি টাকা ব্যয়ে আরও দুটি সেতু নির্মিত হচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক)এ সেতু দুটির প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেটের দুটিসহ ২০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
অনুমদিত প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৭৭ কোটি ৮৬ লাখ টাকা। এর মধ্যে সিলেটের বালাগঞ্জ উপজেলার বড়বাগা নদীর উপর একটি সেতু ও আরেকটি ওয়াকওয়ে কাম সেতু এই দুটি প্রকল্পের
ব্যয় ধরা হয়েছে ১২৮ কোটি টাকা।
সভা শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম ও পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার।
তারা জানান- এই ২০টি প্রকল্পের সরকারি অর্থায়ন ১২ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১ হাজার ৪৯ কোটি 8 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৬১৯ কোটি ৩৮ লাখ টাকা।
এদিকে, সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত বালাগঞ্জ উপজেলার এ দুটি প্রকল্প একনেকে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আসনটির এমপি হাবিবুর রহমান হাবিব।
তিনি তাঁর ভ্যারিফাইড ফেসবুকে লেখেন
আলহামদুলিল্লাহ, অবশেষে বালাগঞ্জবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় ১২৮ কোটি টাকা ব্যয়ে বড়ভাগা সেতু এবং দৃষ্টিনন্দন ওয়াকওয়ে সেতুসহ ২টি সেতু পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাবে স্বপ্নের সোনার বাংলা, নান্দনিক হবে সিলেট-৩।’