২২ আগস্ট ২০২৩, মঙ্গলবার সিলেট মহানগরীর শাহী ঈদগাহস্থ হাজী শাহমীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ ও স্কুল কর্তৃপক্ষের কাছে ফ্যান হস্তান্তর করেন।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষাক লন্ডন প্রবাসী আলহাজ্ব আব্দুল মজিদ (লাল মিয়া) ও জয়তুন হস্তশিল্প একাডেমি ও জয়তুন নারী শিক্ষা প্রশিক্ষণ একাডেমির সম্মানিত চেয়ারম্যান রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে পরিচালিত।
উক্ত বিতরণ কার্যক্রমের সভাপতিত্ব করেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এনামুল কবির এনাম। পরিচলনা করেন বিদ্যালয়ে সহ শিক্ষিকা সাহীদা বেগম শিরীন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পেোরেশনের ১৯নং ওয়ার্ডের কাউন্সিলার এসএম শওকত আমীন তৌহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজমুল ইসলাম এহিয়া। সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম। বিদ্যালয়ে প্রধান শিক্ষিক কাবেরী রাণী দেবী। বিদ্যালয়ে সহ শিক্ষিকা শাহানারা বেগম। বিদ্যালয়ে সদস্য আমিনুর রহমান পাপ্পু ও ট্রাস্টের সদস্য মোঃ শাহজাহান মিয়া সহ প্রমুখ।
বক্তব্যকালে অতিথিরা মহৎই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং পবিত্র কোরআন শরীফ ও ফ্যান দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দিনেও এমন মানবিক কাজ অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।