হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ৩ নভেম্বর ২০২৪ রবিবার ‘জেল হত্যা দিবস’ শীর্ষক শ্রদ্ধান্জলী ও পর্যালোচনা এবং বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা দখলকারী ফ্যাসিষ্ট ইউনুস ও তার দোসর কর্তৃক ৭ই মার্চ ও ১৫ ই আগষ্ট এর রাষ্ট্রীয় উদযাপন বাতিল এবং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধকরনের বিরুদ্ধে প্রতিবাদ,বিক্ষোভে এক সাংগঠনিক আলোচনা সভার করা হয়েছে।খবর বাপসনিউজ।
সংগঠনের সভাপতি সোফিদা বসু হিন্দু ও সাধারন সম্পাদক টিপু চৌধুরী বলেন,আসন্ন অনুষ্ঠানটি আয়োজনের জন্য আমরা শুধুমাত্র বিকেল ৪:৪৫ মিঃ—সন্ধ্যা ৬:৪৫ মিঃ পর্যন্ত দুই ঘন্টার জন্য এই হলটি পেয়েছি। অনুগ্রহ করে নির্দিষ্ট সময়ে উপস্হিত হবার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন ।সম্মানিত সমর্থক,শুভানুধ্যায়ী সহ সবান্ধব স্বপরিবারে উপস্হিতিকে সংগঠনকে কৃতজ্ঞচিত্তে স্বাগত জানায়।