২৮ সেপ্টেম্বর ২০২৪ ইংরেজী, রোজ শনিবার গ্রামের সবার প্রিয় সামাজিক সংগঠন খতিরা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে খতিরা পীর মিয়া চান খা কমিউনিটি সেন্টারে একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত চিকিৎসা ক্যাম্পে,
সিলেট জেলার ওসমানী নগরস্থ
ভার্ড আই হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার মন্ডলী মধ্যমে সর্বমোট ৪০২ জন চোখের রোগী সম্পূর্ণ বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা গ্রহন করেন। তাদের মধ্যে ৩০ জন রোগীকে চোখের ছানির অপারেশনের জন্য সনাক্ত করা হয়, ২৫৪ জনকে প্রয়োজনীয় চোখের ওষুধ এবং ১১৮ জনকে চশমা প্রদান করা হয়। পরে বিকেল ২.৩০ ঘটিকায় অপারেশনের জন্য পূর্ব সনাক্ত ৩০ জন রোগীকে ভার্ড আই হসপিটালে বাস-যোগে প্রেরণ করা হয়। আজ রাতেই তাদের চোখের ছানির আপারেশন সুষ্টভাবে সম্পন্ন করা হবে ।
ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরে
দিন সকাল ৯ ঘটিকায় উক্ত রোগীদেরকে
ভার্ড আই হসপিটাল থেকে বাস-যোগে
গ্রামে নিয়ে আসা হবে।
উক্ত চিকিৎসা ক্যাম্পে ওষুধ ও চশমার খরচ এককভাবে অর্থায়ন করেন খতিরা জনকল্যাণ ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য (সিলভার) *জনাব মিনু মিয়া*।
সুবিধাভোগী রোগীরা জানান, “এই বিশেষ সেবা পাওয়ার আমরা অনেক আনন্দিত। খতিরা জনকল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে জনাব মিনু মিয়ার এধরনের মহতি উদ্যোগ সত্যিই প্রসংশার দাবিদার। সেই সাথে গ্রামের বৃত্তবানদের জন্য অনুপ্রেরণা। “