আজ ১৫ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে শ্রীমঙ্গল চৌমোহনায় চা বাগানের মেয়ে প্রীতি উড়াং-এর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারী ঢাকার মোহাম্মদপুরে গৃহকর্মী প্রীতি আট তলা বিল্ডীং থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে। চা বাগানের কিশোরীর এই মর্মান্তিক মৃত্যুতে চা বাগানসহ পুরো দেশ দুঃখ প্রকাশ করেছে। এরই ধারবাহিকতায় আজ শ্রীমঙ্গলে আয়োজিত এই মানববন্ধনের আয়োজন করে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট ও ব্রেকিং দ্য সাইলেন্স নামে দুটি বেসরকারি উন্নয়ন সংগঠন। এই আয়োজনের সাথে যুক্ত হন বিডিআরএম এবং অন্যান্য আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ।
ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী পারভেজ কৈরীর সঞ্চালনায় ও মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইকের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কালীঘাট ইউনিয়নের মহিলা সদস্য মিতু রায়, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, ইসমাইল মাহমুদ, ব্রেকিং দ্য সাইলেন্সের অফিস-ইন-চার্জ মো. রুবাইয়াৎ ফেরদৌস, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের উপদেষ্টা দিলীপ কুমার কৈরী, মিরতিংগাসহ বিভিন্ন চা বাগানের কিশোর-কিশোরীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ও সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা এই মর্মান্তিক ও রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী তোলেন।