সিলেট ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৮ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুম খোকনের আজগুবি কমিটি নিয়ে ক্যাঁচাল কানাডা বিএনপিতে Logo তপন মাহমুদ জনি প্যারিস অলিম্পিকে সম্প্রচার প্রকৌশলী হিসেবে থাকবেন Logo সেমিনারে কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ভূমি সংক্রান্ত সেবা শতভাগ ঝামেলাহীন হতে হবে Logo সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী পেলেনগ্রাসরুটস এর হিমাংশু মিত্র Logo দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অনুমোদন দিয়েছে দুদক Logo মোরেলগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান ও প্রথম সাধারণ সভা Logo দক্ষিণ সুরমা প্রেসক্লাবে আনোয়ার ফাউন্ডেশন ইউকের রেইনকোট প্রদান Logo সিলেট জেলা কাস্টমস কিস্নয়ারিং এন্ড ফরওয়ার্ডিংএজেন্ট গ্রুপের সাধারণসভা ও কমিটি ঘোষনা Logo জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ ) বাংলাদেশের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম বার্ষিকী

সিলেট নগরীর বালুচরে নারীকে পেটানো
কুখ্যাত সন্ত্রাসী আলম গ্রেফতার।

ক্রাইম প্রতিবেধক ::
সিলেট সিটি কর্পোরেশন ৩৬ নং ওয়ার্ড নগরীর বালুচর জোনাকি এলাকায় জৈনক ফাতেমা আক্তারকে কুপ্রস্তাব দেয় মোহাম্মদ আলম মিয়া উরফে (মদুরি আলম) আলমের কুপ্রস্তাবে ফাতেমা রাজি না হয়ে তার মা রহিমা বেগমকে বিষয়টি জানানোর পর এলাকার মুরব্বিদের অবগত করলে, আলম ক্ষিপ্ত হয়ে রহিমা বেগমকে ও তার মেয়েকে অজ্ঞাত ৬/৭ জন নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে যায় তার বসত ঘরে।

গত ১৬ মার্চ ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার রাত অনুমান ০৮:৪৫ মিনিট সময় ফাতেমা আক্তার তাহার কোলের শিশু মেয়ে জুলিকে কোলে নিয়া ঘরের বাজার করার জন্য জোনাকী আবাসিক এলাকার তিন রাস্তার মুখে যাইয়া বাজার সদাই নিয়া বাসায় ফেরার পথে রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় জোনাকী আবাসিক এলাকার তিন রাস্তার মুখে পৌছামাত্রই বিবাদী মোঃ আলম মিয়া অজ্ঞাতনামা ৬/৭ জন সন্ত্রাসীকে নিয়া বেআইনী জনতার মিলিত হইয়া ফাতেমা আক্তারকে ঘেরাও করিয়া মোহাম্মদ আলম মিয়া তাহার সহযোগী অজ্ঞাতনামা ৬/৭ জনকে হুকুম দিয়া বলে যে, “হালির বেটিয়ে আমার বিরুদ্ধে বিচার দেওয়ার হাউশ মিটাইয়া দে” বলার সাথে সাথে অজ্ঞাত আসামীরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গে ছুয়ে মারধর করে। ফাতেমা আক্তারের কোল থেকে শিশু বাচ্চাকে ঝাপটা মারিয়া নিয়া মাটিতে ফেলিয়া দেয় আলম, ফাতেমা আক্তারের পড়নে থাকা কামিজ টানাহেচড়া করিয়া ছিড়িয়া শ্রীলতাহানী ঘটায়। বিবাদীদের মারধরের ফলে মাটিতে পড়িয়া গেলে অজ্ঞাতনামা ৬/৭ জন বিবাদী ফাতেমা আক্তারের হাত ও পা চাপিয়া ধরে। ঐসময় আলম মিয়া হত্যার উদ্দেশ্যে বুকের উপর পা দিয়া চাপিয়া ধরে। কোন রকমে নিজেকে রক্ষা করার চেষ্টা করিতে থাকিলে মোঃ আলম মিয়া তাহার হাতে থাকা লোহার পাইপ দিয়া হত্যার উদ্দেশ্যে ডান পায়ে পরপর তিনটি আঘাত করিয়া ডান পায়ের পা ও হাঁটুর মধ্যকার বাইরের দিকের হাড় ভাঙ্গিয়া গুরুতর জখম করে। ফাতেমা আক্তার পা ভাঙ্গার পর তাহার চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে আসামীরা ঘটনার বিষয়ে পুনরায় কাউকে কোন কিছু বলিলে বা মামলা-মোকদ্দমা করিলে প্রাণে হত্যা করিয়া ফেলিবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করিয়া চলিয়া যায়।

উক্ত ঘটনার ফলে ফাতেমা আক্তারের মা মোছাঃ রহিমা বেগম (৫২) ২৪ সেপ্টেম্বর ২০২৩ ইং, সিলেট মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আলম সহ অজ্ঞাত ৬/৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত আমলে নিয়ে আসামিদের গ্রেফতারের আদেশ দেয় শাহপরান রহঃ থানার অফিসার ইনচার্জকে, শাহপরান রহঃ থানার সাব ইন্সপেক্টর ওবায়দুল্লাহ্ ৩০ সেপ্টেম্বর আনুমানিক রাত ০৭;ঘটিকায় বালুচর জোনাকি এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলমকে গ্রেফতার করেন।

গ্রেফতারের বিষয়টি শাহপরান রহঃ থানার সাব ইন্সপেক্টর ওবায়দুল্লাহ্
নিশ্চিত করেন ও আইনী প্রতিক্রিয়া চলমান বলে জানিয়েছেন।

ট্যাগস :

জুম খোকনের আজগুবি কমিটি নিয়ে ক্যাঁচাল কানাডা বিএনপিতে

সিলেট নগরীর বালুচরে নারীকে পেটানো
কুখ্যাত সন্ত্রাসী আলম গ্রেফতার।

আপডেট সময় : ০৯:৪০:০১ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

ক্রাইম প্রতিবেধক ::
সিলেট সিটি কর্পোরেশন ৩৬ নং ওয়ার্ড নগরীর বালুচর জোনাকি এলাকায় জৈনক ফাতেমা আক্তারকে কুপ্রস্তাব দেয় মোহাম্মদ আলম মিয়া উরফে (মদুরি আলম) আলমের কুপ্রস্তাবে ফাতেমা রাজি না হয়ে তার মা রহিমা বেগমকে বিষয়টি জানানোর পর এলাকার মুরব্বিদের অবগত করলে, আলম ক্ষিপ্ত হয়ে রহিমা বেগমকে ও তার মেয়েকে অজ্ঞাত ৬/৭ জন নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে যায় তার বসত ঘরে।

গত ১৬ মার্চ ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার রাত অনুমান ০৮:৪৫ মিনিট সময় ফাতেমা আক্তার তাহার কোলের শিশু মেয়ে জুলিকে কোলে নিয়া ঘরের বাজার করার জন্য জোনাকী আবাসিক এলাকার তিন রাস্তার মুখে যাইয়া বাজার সদাই নিয়া বাসায় ফেরার পথে রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় জোনাকী আবাসিক এলাকার তিন রাস্তার মুখে পৌছামাত্রই বিবাদী মোঃ আলম মিয়া অজ্ঞাতনামা ৬/৭ জন সন্ত্রাসীকে নিয়া বেআইনী জনতার মিলিত হইয়া ফাতেমা আক্তারকে ঘেরাও করিয়া মোহাম্মদ আলম মিয়া তাহার সহযোগী অজ্ঞাতনামা ৬/৭ জনকে হুকুম দিয়া বলে যে, “হালির বেটিয়ে আমার বিরুদ্ধে বিচার দেওয়ার হাউশ মিটাইয়া দে” বলার সাথে সাথে অজ্ঞাত আসামীরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গে ছুয়ে মারধর করে। ফাতেমা আক্তারের কোল থেকে শিশু বাচ্চাকে ঝাপটা মারিয়া নিয়া মাটিতে ফেলিয়া দেয় আলম, ফাতেমা আক্তারের পড়নে থাকা কামিজ টানাহেচড়া করিয়া ছিড়িয়া শ্রীলতাহানী ঘটায়। বিবাদীদের মারধরের ফলে মাটিতে পড়িয়া গেলে অজ্ঞাতনামা ৬/৭ জন বিবাদী ফাতেমা আক্তারের হাত ও পা চাপিয়া ধরে। ঐসময় আলম মিয়া হত্যার উদ্দেশ্যে বুকের উপর পা দিয়া চাপিয়া ধরে। কোন রকমে নিজেকে রক্ষা করার চেষ্টা করিতে থাকিলে মোঃ আলম মিয়া তাহার হাতে থাকা লোহার পাইপ দিয়া হত্যার উদ্দেশ্যে ডান পায়ে পরপর তিনটি আঘাত করিয়া ডান পায়ের পা ও হাঁটুর মধ্যকার বাইরের দিকের হাড় ভাঙ্গিয়া গুরুতর জখম করে। ফাতেমা আক্তার পা ভাঙ্গার পর তাহার চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে আসামীরা ঘটনার বিষয়ে পুনরায় কাউকে কোন কিছু বলিলে বা মামলা-মোকদ্দমা করিলে প্রাণে হত্যা করিয়া ফেলিবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করিয়া চলিয়া যায়।

উক্ত ঘটনার ফলে ফাতেমা আক্তারের মা মোছাঃ রহিমা বেগম (৫২) ২৪ সেপ্টেম্বর ২০২৩ ইং, সিলেট মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আলম সহ অজ্ঞাত ৬/৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত আমলে নিয়ে আসামিদের গ্রেফতারের আদেশ দেয় শাহপরান রহঃ থানার অফিসার ইনচার্জকে, শাহপরান রহঃ থানার সাব ইন্সপেক্টর ওবায়দুল্লাহ্ ৩০ সেপ্টেম্বর আনুমানিক রাত ০৭;ঘটিকায় বালুচর জোনাকি এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলমকে গ্রেফতার করেন।

গ্রেফতারের বিষয়টি শাহপরান রহঃ থানার সাব ইন্সপেক্টর ওবায়দুল্লাহ্
নিশ্চিত করেন ও আইনী প্রতিক্রিয়া চলমান বলে জানিয়েছেন।