সিলেট ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গঠনতন্ত্র নিয়ে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ”র এর মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo আইডব্লিওএমডি কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারাবহুবিশ্বাসের সম্প্রীতির নেটওয়ার্ক তৈরি করুন Logo বিএনপির ৩১ দফার সমর্থনে বালাগঞ্জে কৃষক-জনতার সমাবেশ অনুষ্ঠিত Logo জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টেরফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন:- Logo গহরপুর আব্দুল মতিন মহিলাএকাডেমির বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo দক্ষিণ সুরমায় ভূমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৩ Logo সিলেট ডেভিল হান্টে আরো ও ৯ জন গ্রেফতার। Logo উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে নিয়মিত ওষুধ গ্রহণ এবং সুস্থ জীবন আচরণের বিকল্প নেই- ডা. মো. আনিসুর রহমান Logo জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সংবর্ধনা ও গৃহ নির্মান শুভ উদ্ভোধন সম্পন্ন:- Logo রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) শ্রী বিনয় কৃষ্ণ তালুকদার মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত:-

দক্ষিণ সুরমায় চুরি বেড়েছে


  শরীফ আহমদ, দক্ষিণ সুরমা:
দক্ষিণ সুরমায় চুরি-ছিনতাই- ডাকাতি-বিদ্যুৎতের ট্রান্সমিটার চুরির ঘটনা সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড বেড়েছে। আইন-শৃঙ্খলার চরম অবনতি। গত ৩১ জুলাই সোমবার দুপুরে দক্ষিণ সুরমার ধোপাঘাট এলাকার সিলেট- সুলতানপুর সড়কে এক প্রবাসীর ডলার ছিনতাই করতে আসলে দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ ডাকাতকে আটক করা হয়। এর আগের দিন ২৯ জুলাই রোববার দুপুরে সিলেট জিন্দাবাজার থেকে এক মহিলার সোনা বিক্রি করে দক্ষিণ সুরমার বদিকোনায় ছিনতাইকারীরা টাকা লুট করে নিয়ে যায়।
চলতি আগস্ট মাসে ডাকাতি, চুরি, ছিনতাইর ঘটনা আরো বৃদ্ধি পেয়েছে। সরজমিন ঘুরে জানা যায় দক্ষিণ সুরমার তেতলী ও লালাবাজার এবং মোগলাবাজার থানাধীন জালালপুর ইউনিয়নে গরু, দোকান সহ চুরি ঘটনা ঘটেছে। রাত থেকে ভোর সংঘবদ্ধ চুর চক্র ঘুরে বেড়াচ্ছে। থানা পুলিশ টহল দিলেও চুরির ঘটনা কমছে না। গত ১৮ আগষ্ট শুক্রবার রাতে লালাবাজার ইউনিয়নে হকিয়ার চর চৌমুহনীতে ৪ টি দোকানে তালা ভেঙে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ১৯ আগষ্ট দক্ষিণ বলদী গ্রামে এক মহিলার কাছে আসল সোনার চেইন দেখিয়ে নকল সোনার চেইন বিক্রি করে তাৎক্ষনিক বিষয়টি নজরে আসলে ধরা পড়ে প্রতারক চক্র মহিলা। স্থানীয় মেম্বাররা মুছলেকা দিয়ে ছেড়ে দেন।
এছাড়া ২২ আগষ্ট মঙ্গলবার রাতে উপজেলার  জালালপুর বাজার কলেজ রোড মা ভেরাইটিজ ষ্টোরে ১৭ হাজার টাকা ও কয়েছ মিয়া’র  ভেরাইটিজ ষ্টোরে ৩৫ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একইরাতে নাজির বাজারে আয়শা টেলিকম এন্ড কনফেকশনারী শপে মোবাইল রির্চাজ কার্ডসহ নগদ লক্ষাধিক টাকা চুরি হয়।
জালালপুর বাজারে চুরি হওয়া মা ভেরাইটিজ ষ্টোরের প্রোপ্রাইটর সাব্বিব আহমদ জানান, গত ২৪ মে দোকানে দিন-দুপুরে নামাজে গেলে ব্যবসার লক্ষাধিক টাকা চুরি করে। অথচ মোগলাবাজার থানা পুলিশ দক্ষিণ আজমতপুর এলাকায় রাত ১১টা পর থেকে টহল থাকলে জালালপুরের গ্রামগুলোতে রাত ১২ টার পর থেকে পুলিশ টহল থাকে না। গত পূর্বে ৪ মাস জালালপুর নকীবড়চক – মোগলাবাজার সড়কে ছিনতাইর ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য, স্থানীয় বাসিন্দা শেখ ছাদিম আহমদ জানান, জালালপুরে চুরি, ছিনতাই বেড়েছে, রাতে জালালপুর বাজারে দুই জন চৌকিদার দিয়ে নিরাপত্তা দেওয়া হয়। চৌকিদার 
দিয়ে নিরাপত্তার পাশাপাশি পুলিশের টহল বাড়ানো জরুরি।
নাজিরবাজরে ঢাকা -সিলেট মহাসড়েেকর কতুবপুর নামক স্থানে পুলিশ টহলে থাকলে বাজারে টহল নেই।
ব্যবসায়ীরা জানান, স্থানীয় বগখালীরপুলে পুলিশ টহল থাকলে ১ কিঃ মিটার দূরত্বে জালালপুর বাজারে রাতে চুরির ঘটনা ঘটে। পুলিশের নিরাপত্তার পাশাপাশি রাতে চৌকিদার বাড়লে নিরাপত্তা বৃদ্ধি পাবে।
২৫ আগষ্ট শুক্রবার রাতে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী সিলেট বাস টার্মিনাল থেকে অটোরিকশা ভাড়া করে যাত্রী বেশে নিয়ে যায় চন্ডিপুল এলাকায় কথা বলে। সেখানে আসলে আরেক যাএী বেশে চালককে ফুসলিয়ে নিয়ে যায় বলদী এলাকার ধোপাঘাট পাড়ার কাচা রাস্তায় ছিনতাইকারিরা দেশী অস্ত্র ও  নাইফ দিয়ে ভয় দেখিয়ে অটোরিকশা ছিনতাই করে নিয়ে।
এর পূর্বে দক্ষিণ সুরমায় গত ২৫ মে দুপুরে নিহত হাসান মিয়ার নামের এক অটোরিকশা চালকে ভাড়া নিতে চাইলে সে অপারগতা জানায়। যার ফলে তার প্রতি ক্ষিপ্ত হয়ে সেদিন রাতেই তাকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে খড় দিয়ে মৃতদেহটিকে ঢেকে দিয়ে, অটোরিকশাটি ভাঙ্গারি দোকানে ৩০ হাজার টাকায় বিক্রি করে ছিনতাইকারিরা।
হাসান নিখোঁজের ব্যাপারে গত ২৬ মে দক্ষিণ সুরমা থানায়  সাধারণ ডায়েরি করেন তার মামা মো. কলিম উদ্দিন। এই সাধারণ ডায়রির সূত্র ধরে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পুলিশ। ২ জুন দক্ষিণ সুরমার তেতলী এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিং এর ভিতরে ধানের খড় দিয়ে ঢাকা অবস্থায় একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে থানা পুলিশ। (৫ জুন) তেতলী এলাকায় হাসান মিয়া (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত চার জনকে গ্রেফতার করা হয় । প্রতিনিয়ত ঘটছে। কয়েকমাস পূর্বে বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে আসলে স্থানীয়রা চুরকে আটক করে থানা খবর দেয়।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার তদন্ত কর্মকর্তা আবুল হোসেন বলেন, ছিনতাইকারী ধরতে পুলিশ তৎপর রয়েছে।
রাতের আধারে পুলিশ মহাসড়কের পাশে টহল থাকলে গ্রামের স্থানয়ী দোকানগুলো চুর চক্র ঘুরে বেড়ায়, সুযোগ পেলেই চুরি করে নিয়ে যায়। পুঁজি হারিয়ে অনেকে দোকান ব্যবসায় ছেড়ে দেন।
এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, দোকান চুরির অভিযোগে পেলে আইননুগ ব্যবস্থা নিবো।
দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদোহা পিপিএম জানান, ডাকাতি, চুরি, ছিনতাই সহ অপরাধ দমনে করতে থানা পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গঠনতন্ত্র নিয়ে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ”র এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় চুরি বেড়েছে

আপডেট সময় : ১০:৪১:৩৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩


  শরীফ আহমদ, দক্ষিণ সুরমা:
দক্ষিণ সুরমায় চুরি-ছিনতাই- ডাকাতি-বিদ্যুৎতের ট্রান্সমিটার চুরির ঘটনা সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড বেড়েছে। আইন-শৃঙ্খলার চরম অবনতি। গত ৩১ জুলাই সোমবার দুপুরে দক্ষিণ সুরমার ধোপাঘাট এলাকার সিলেট- সুলতানপুর সড়কে এক প্রবাসীর ডলার ছিনতাই করতে আসলে দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ ডাকাতকে আটক করা হয়। এর আগের দিন ২৯ জুলাই রোববার দুপুরে সিলেট জিন্দাবাজার থেকে এক মহিলার সোনা বিক্রি করে দক্ষিণ সুরমার বদিকোনায় ছিনতাইকারীরা টাকা লুট করে নিয়ে যায়।
চলতি আগস্ট মাসে ডাকাতি, চুরি, ছিনতাইর ঘটনা আরো বৃদ্ধি পেয়েছে। সরজমিন ঘুরে জানা যায় দক্ষিণ সুরমার তেতলী ও লালাবাজার এবং মোগলাবাজার থানাধীন জালালপুর ইউনিয়নে গরু, দোকান সহ চুরি ঘটনা ঘটেছে। রাত থেকে ভোর সংঘবদ্ধ চুর চক্র ঘুরে বেড়াচ্ছে। থানা পুলিশ টহল দিলেও চুরির ঘটনা কমছে না। গত ১৮ আগষ্ট শুক্রবার রাতে লালাবাজার ইউনিয়নে হকিয়ার চর চৌমুহনীতে ৪ টি দোকানে তালা ভেঙে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ১৯ আগষ্ট দক্ষিণ বলদী গ্রামে এক মহিলার কাছে আসল সোনার চেইন দেখিয়ে নকল সোনার চেইন বিক্রি করে তাৎক্ষনিক বিষয়টি নজরে আসলে ধরা পড়ে প্রতারক চক্র মহিলা। স্থানীয় মেম্বাররা মুছলেকা দিয়ে ছেড়ে দেন।
এছাড়া ২২ আগষ্ট মঙ্গলবার রাতে উপজেলার  জালালপুর বাজার কলেজ রোড মা ভেরাইটিজ ষ্টোরে ১৭ হাজার টাকা ও কয়েছ মিয়া’র  ভেরাইটিজ ষ্টোরে ৩৫ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একইরাতে নাজির বাজারে আয়শা টেলিকম এন্ড কনফেকশনারী শপে মোবাইল রির্চাজ কার্ডসহ নগদ লক্ষাধিক টাকা চুরি হয়।
জালালপুর বাজারে চুরি হওয়া মা ভেরাইটিজ ষ্টোরের প্রোপ্রাইটর সাব্বিব আহমদ জানান, গত ২৪ মে দোকানে দিন-দুপুরে নামাজে গেলে ব্যবসার লক্ষাধিক টাকা চুরি করে। অথচ মোগলাবাজার থানা পুলিশ দক্ষিণ আজমতপুর এলাকায় রাত ১১টা পর থেকে টহল থাকলে জালালপুরের গ্রামগুলোতে রাত ১২ টার পর থেকে পুলিশ টহল থাকে না। গত পূর্বে ৪ মাস জালালপুর নকীবড়চক – মোগলাবাজার সড়কে ছিনতাইর ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য, স্থানীয় বাসিন্দা শেখ ছাদিম আহমদ জানান, জালালপুরে চুরি, ছিনতাই বেড়েছে, রাতে জালালপুর বাজারে দুই জন চৌকিদার দিয়ে নিরাপত্তা দেওয়া হয়। চৌকিদার 
দিয়ে নিরাপত্তার পাশাপাশি পুলিশের টহল বাড়ানো জরুরি।
নাজিরবাজরে ঢাকা -সিলেট মহাসড়েেকর কতুবপুর নামক স্থানে পুলিশ টহলে থাকলে বাজারে টহল নেই।
ব্যবসায়ীরা জানান, স্থানীয় বগখালীরপুলে পুলিশ টহল থাকলে ১ কিঃ মিটার দূরত্বে জালালপুর বাজারে রাতে চুরির ঘটনা ঘটে। পুলিশের নিরাপত্তার পাশাপাশি রাতে চৌকিদার বাড়লে নিরাপত্তা বৃদ্ধি পাবে।
২৫ আগষ্ট শুক্রবার রাতে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী সিলেট বাস টার্মিনাল থেকে অটোরিকশা ভাড়া করে যাত্রী বেশে নিয়ে যায় চন্ডিপুল এলাকায় কথা বলে। সেখানে আসলে আরেক যাএী বেশে চালককে ফুসলিয়ে নিয়ে যায় বলদী এলাকার ধোপাঘাট পাড়ার কাচা রাস্তায় ছিনতাইকারিরা দেশী অস্ত্র ও  নাইফ দিয়ে ভয় দেখিয়ে অটোরিকশা ছিনতাই করে নিয়ে।
এর পূর্বে দক্ষিণ সুরমায় গত ২৫ মে দুপুরে নিহত হাসান মিয়ার নামের এক অটোরিকশা চালকে ভাড়া নিতে চাইলে সে অপারগতা জানায়। যার ফলে তার প্রতি ক্ষিপ্ত হয়ে সেদিন রাতেই তাকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে খড় দিয়ে মৃতদেহটিকে ঢেকে দিয়ে, অটোরিকশাটি ভাঙ্গারি দোকানে ৩০ হাজার টাকায় বিক্রি করে ছিনতাইকারিরা।
হাসান নিখোঁজের ব্যাপারে গত ২৬ মে দক্ষিণ সুরমা থানায়  সাধারণ ডায়েরি করেন তার মামা মো. কলিম উদ্দিন। এই সাধারণ ডায়রির সূত্র ধরে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পুলিশ। ২ জুন দক্ষিণ সুরমার তেতলী এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিং এর ভিতরে ধানের খড় দিয়ে ঢাকা অবস্থায় একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে থানা পুলিশ। (৫ জুন) তেতলী এলাকায় হাসান মিয়া (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত চার জনকে গ্রেফতার করা হয় । প্রতিনিয়ত ঘটছে। কয়েকমাস পূর্বে বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে আসলে স্থানীয়রা চুরকে আটক করে থানা খবর দেয়।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার তদন্ত কর্মকর্তা আবুল হোসেন বলেন, ছিনতাইকারী ধরতে পুলিশ তৎপর রয়েছে।
রাতের আধারে পুলিশ মহাসড়কের পাশে টহল থাকলে গ্রামের স্থানয়ী দোকানগুলো চুর চক্র ঘুরে বেড়ায়, সুযোগ পেলেই চুরি করে নিয়ে যায়। পুঁজি হারিয়ে অনেকে দোকান ব্যবসায় ছেড়ে দেন।
এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, দোকান চুরির অভিযোগে পেলে আইননুগ ব্যবস্থা নিবো।
দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদোহা পিপিএম জানান, ডাকাতি, চুরি, ছিনতাই সহ অপরাধ দমনে করতে থানা পুলিশ তৎপর রয়েছে।