সিলেট মহানগর প্রতিনিধি মুন্নি খানম
সিলেট ডেভিল হান্টে
সিলেটে অপারেশন ডেভিল হান্টে শুরু দিখে ২য় দিনে আরো ৯ জনকে গ্রেফতার করছে পুলিশ গ্রেফতার সময় আওয়ামীলীগের এর অঙ্গ সংগঠন পদ বিতারি নেএা মঙ্গলবার দিন বর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এ নিয়ে সিলেট জেলায় গ্রেফতার এর সংখ্যা দাড়িয়েছে ১৪ জন এ গ্রেফতার কি তরা হলেন সিসি কের ৩ নং ওয়াড এর সেচ্ছা সেবক লীগ এর সাধারণ সম্পাদক ও নগরীর কাজলশাহ এলাকার আব্দুল হকের ছেলে সাদমান কবির। একি ওয়ার্ড এর আওয়ামীলীগ এর সভাপতি নগরীর ছড়ার পার এলাকার বাসিন্দা আব্দুল মুকিত এর ছেলে মিনহাজ ইসলাম সৌরভ। ২৯ নং ওয়ার্ড এর আওয়ামীলীগের সহ সাধারন সম্পাদক রায়নগর এলাকার বাসিন্দা মুহিবুর রহমান এর ছেলে ফজলুর রহমান রনি। বিমানবন্দরে এর থানায় পিরের গাঁও এর বাসিন্দা বামদ পিরের ছেলে নাজিম উদ্দিন সবুজ। ৭ নং ওয়াড স্বেচ্ছাসেবকলীগর সভাপতি পশ্চিম পীর মহল্লার বাসিন্দা মিয়া দন খানের ছেলে হাসেম খান ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা কামাল বাজার কুড়ি গ্রাম এলাকার মুক্তার আলির ছেলে আনোয়ার হোসেন আফরোজ ৩৫ নং ওয়ার্ড ছাএলিগের সদস্য মেজর টিলা জাহান পুড় এলাকার আয়ান উদ্দিন এর ছেলে ইয়ামিন আহমদ এবং উপজেলার ছাত্রলিগের সাবেক সহ সভাপতি দক্ষিণ সুরমা বরই কান্দি এলাকার লিলু মিয়ার ছেলে জাহেদ আহমদ। আটক এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন মিডিয়ার অফিস সার অতিরিক্ত উপকমিশনার মো: সাইফুল ইসলাম। এর আগে সোমবার সন্ধ্যা পরযন্ত সিলেট থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন এর ৫ জন কে গ্রেফতার করা হয়।।