সিলেট ০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গঠনতন্ত্র নিয়ে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ”র এর মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo আইডব্লিওএমডি কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারাবহুবিশ্বাসের সম্প্রীতির নেটওয়ার্ক তৈরি করুন Logo বিএনপির ৩১ দফার সমর্থনে বালাগঞ্জে কৃষক-জনতার সমাবেশ অনুষ্ঠিত Logo জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টেরফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন:- Logo গহরপুর আব্দুল মতিন মহিলাএকাডেমির বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo দক্ষিণ সুরমায় ভূমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৩ Logo সিলেট ডেভিল হান্টে আরো ও ৯ জন গ্রেফতার। Logo উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে নিয়মিত ওষুধ গ্রহণ এবং সুস্থ জীবন আচরণের বিকল্প নেই- ডা. মো. আনিসুর রহমান Logo জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সংবর্ধনা ও গৃহ নির্মান শুভ উদ্ভোধন সম্পন্ন:- Logo রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) শ্রী বিনয় কৃষ্ণ তালুকদার মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত:-

একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে “বুকপকেটে ভালোবাসা”

স্টাফ রিপোর্টার:

“যে ফুল থেকে রক্ত ঝরে,
সেই ফুলে আর ঘ্রাণ থাকে না।
যে হৃদয়ে অশ্রু ঝরে,
সেই হৃদয়ে আগুন জ্বলে না।”

প্রেম, দ্রোহ এবং জীবনের নানা রূপকে কেন্দ্র করে সাজানো কবি মনসুর আহমেদ এর কাব্যগ্রন্থ “বুকপকেটে ভালোবাসা” ভিন্ন দুটি আকর্ষণীয় প্রচ্ছদে প্রকাশ করেছে শব্দকথা প্রকাশন। বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত বইমেলায় বইটি পাওয়া যাবে শব্দকথা প্রকাশনের ১৭১ নং স্টলে। ৮০ পৃষ্ঠার বইটির মলাট মূল্য ২০০৳। অর্কিড ও গোলাপ ফুলের সাথে দৃষ্টিনন্দন পকেটে আকর্ষণীয় প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু ও আখতার উজ্জামান সুমন।

যেখানে জমে থাকে অসীম দুঃখ প্রাচীর, সেখানেই কবিতাগুলো ফুল হয়ে ফোটে। ঘ্রাণে মিশে থাকে বেদনার সুর, যা স্পর্শ করে পাঠকের হৃদয়। কবিতা শুধু শব্দের সাজানো মালা নয়, এটি হলো মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতির এক নীরব ভাষা। এই ভাষা সেইসব হৃদয়ের কথা বলে, যেগুলো হয়তো কখনো কাউকে বলা হয়নি। এই গ্রন্থের প্রতিটি কবিতা জীবনের রূপকথা ও বাস্তবতার মিশেলে এক নতুন পৃথিবী তৈরি করে।

কবিতা—একটি প্রতিবিম্ব।
এটি সেই আয়না, যেখানে মানুষ তার নিজস্ব মুখচ্ছবি খুঁজে পায়। বাবার অপ্রকাশিত দুঃখ, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, অথবা প্রিয়জনের নীরব চাহনি—সবই কবিতার শব্দরূপে জীবন্ত হয়ে ওঠে। প্রতিটি লাইন, প্রতিটি শব্দ যেন পাঠককে তার নিজের অনুভূতির কাছে ফিরিয়ে নিয়ে যায়।

“বুকপকেটে ভালোবাসা” কাব্যগ্রন্থটি তেমনি এক আবেগঘন যাত্রার গল্প। প্রেম, দ্রোহ এবং জীবনের নানা রূপকে কেন্দ্র করে সাজানো এই বইটি পাঠককে তার নিজস্ব অনুভূতির গভীরে নিয়ে যাবে। এখানে প্রেম রয়েছে, যা উষ্ণতা জোগাবে। দ্রোহ রয়েছে, যা নতুন ভাবনার পথ দেখাবে।

শব্দকথা প্রকাশনের উপ সম্পাদক আখতার উজ্জামান সুমন বলেন, “এবছর অমর একুশে বইমেলা-২০২৫ এ আমরা প্রকাশ করেছি প্রেম ও দ্রোহের কবি মনসুর আহমেদের কবিতার বই ‘বুকপকেটে ভালোবাসা’। বইটি প্রকাশের জন্য আমরা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করেছি। পাঠকের চাহিদার ব্যাপারটা মাথায় রেখে বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে যাবতীয় সব বিষয়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। বাজারে দুটি ভিন্ন ভিন্ন প্রচ্ছদে বইটি প্রাপ্তিসাধ্য করেছি আমরা।

কবি মনসুর আহমেদকে আমরা প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের উত্তরসূরি বলে মনে করি। তার কবিতায় জলজ্যান্ত হেলাল হাফিজেরই ছাপ পাওয়া যায়। আমরা চেষ্টা করেছি- বইটি প্রতিটি কবিতাপ্রেমী পাঠকের হাতে হাতে পৌঁছে দিতে। বর্তমান পরিবর্তীত পরিস্থিতির নতুন প্রজন্মের পাঠকদের কাছে প্রেম ও দ্রোহের আধুনিক কবি মনসুর আহমেদের ‘বুকপকেটে ভালোবাসা’ বইটি সমাদৃত হবে বলে আমাদের বিশ্বাস। আমরা এপর্যন্ত পাঠকদের থেকে প্রত্যাশারও বেশি সাড়া পেয়েছি। ‘বুকপকেটে ভালোবাসা’র পিছনে আমরা যে শ্রম ও সময় ব্যয় করেছি, আমরা এর আশানুরূপ ফল পাচ্ছি। এজন্য যারপরনাই আনন্দিত আমরা। নিশ্চয়ই ‘বুকপকেটে ভালোবাসা’ আরো দীর্ঘপথ অতিক্রম করবে।”

জনপ্রিয় সংবাদ

গঠনতন্ত্র নিয়ে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ”র এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে “বুকপকেটে ভালোবাসা”

আপডেট সময় : ০১:২৩:৩৮ পূর্বাহ্ণ, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

স্টাফ রিপোর্টার:

“যে ফুল থেকে রক্ত ঝরে,
সেই ফুলে আর ঘ্রাণ থাকে না।
যে হৃদয়ে অশ্রু ঝরে,
সেই হৃদয়ে আগুন জ্বলে না।”

প্রেম, দ্রোহ এবং জীবনের নানা রূপকে কেন্দ্র করে সাজানো কবি মনসুর আহমেদ এর কাব্যগ্রন্থ “বুকপকেটে ভালোবাসা” ভিন্ন দুটি আকর্ষণীয় প্রচ্ছদে প্রকাশ করেছে শব্দকথা প্রকাশন। বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত বইমেলায় বইটি পাওয়া যাবে শব্দকথা প্রকাশনের ১৭১ নং স্টলে। ৮০ পৃষ্ঠার বইটির মলাট মূল্য ২০০৳। অর্কিড ও গোলাপ ফুলের সাথে দৃষ্টিনন্দন পকেটে আকর্ষণীয় প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু ও আখতার উজ্জামান সুমন।

যেখানে জমে থাকে অসীম দুঃখ প্রাচীর, সেখানেই কবিতাগুলো ফুল হয়ে ফোটে। ঘ্রাণে মিশে থাকে বেদনার সুর, যা স্পর্শ করে পাঠকের হৃদয়। কবিতা শুধু শব্দের সাজানো মালা নয়, এটি হলো মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতির এক নীরব ভাষা। এই ভাষা সেইসব হৃদয়ের কথা বলে, যেগুলো হয়তো কখনো কাউকে বলা হয়নি। এই গ্রন্থের প্রতিটি কবিতা জীবনের রূপকথা ও বাস্তবতার মিশেলে এক নতুন পৃথিবী তৈরি করে।

কবিতা—একটি প্রতিবিম্ব।
এটি সেই আয়না, যেখানে মানুষ তার নিজস্ব মুখচ্ছবি খুঁজে পায়। বাবার অপ্রকাশিত দুঃখ, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, অথবা প্রিয়জনের নীরব চাহনি—সবই কবিতার শব্দরূপে জীবন্ত হয়ে ওঠে। প্রতিটি লাইন, প্রতিটি শব্দ যেন পাঠককে তার নিজের অনুভূতির কাছে ফিরিয়ে নিয়ে যায়।

“বুকপকেটে ভালোবাসা” কাব্যগ্রন্থটি তেমনি এক আবেগঘন যাত্রার গল্প। প্রেম, দ্রোহ এবং জীবনের নানা রূপকে কেন্দ্র করে সাজানো এই বইটি পাঠককে তার নিজস্ব অনুভূতির গভীরে নিয়ে যাবে। এখানে প্রেম রয়েছে, যা উষ্ণতা জোগাবে। দ্রোহ রয়েছে, যা নতুন ভাবনার পথ দেখাবে।

শব্দকথা প্রকাশনের উপ সম্পাদক আখতার উজ্জামান সুমন বলেন, “এবছর অমর একুশে বইমেলা-২০২৫ এ আমরা প্রকাশ করেছি প্রেম ও দ্রোহের কবি মনসুর আহমেদের কবিতার বই ‘বুকপকেটে ভালোবাসা’। বইটি প্রকাশের জন্য আমরা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করেছি। পাঠকের চাহিদার ব্যাপারটা মাথায় রেখে বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে যাবতীয় সব বিষয়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। বাজারে দুটি ভিন্ন ভিন্ন প্রচ্ছদে বইটি প্রাপ্তিসাধ্য করেছি আমরা।

কবি মনসুর আহমেদকে আমরা প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের উত্তরসূরি বলে মনে করি। তার কবিতায় জলজ্যান্ত হেলাল হাফিজেরই ছাপ পাওয়া যায়। আমরা চেষ্টা করেছি- বইটি প্রতিটি কবিতাপ্রেমী পাঠকের হাতে হাতে পৌঁছে দিতে। বর্তমান পরিবর্তীত পরিস্থিতির নতুন প্রজন্মের পাঠকদের কাছে প্রেম ও দ্রোহের আধুনিক কবি মনসুর আহমেদের ‘বুকপকেটে ভালোবাসা’ বইটি সমাদৃত হবে বলে আমাদের বিশ্বাস। আমরা এপর্যন্ত পাঠকদের থেকে প্রত্যাশারও বেশি সাড়া পেয়েছি। ‘বুকপকেটে ভালোবাসা’র পিছনে আমরা যে শ্রম ও সময় ব্যয় করেছি, আমরা এর আশানুরূপ ফল পাচ্ছি। এজন্য যারপরনাই আনন্দিত আমরা। নিশ্চয়ই ‘বুকপকেটে ভালোবাসা’ আরো দীর্ঘপথ অতিক্রম করবে।”