__উপদেষ্টা শারমীন এস মুরশীদ
সমাজ কল্যাণ মন্ত্রণালয় অর্থায়নে ও সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দরগাহে হজরত শাহজালাল (রহঃ) মাজারে ১০ জানুয়ারি শুক্রবার রাতে শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শীত বস্ত্র, কম্বল বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ শহীদুল ইসলাম, উপদেষ্টার সহকারী একান্ত সচিব নাজমুস সাদাত পারভেজ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ,সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক, শাহজালাল( রহঃ)এর অন্যতম খাদেম শামুন মাহমুদ খান, সমাজসেবী বাপা সভাপতি আব্দুল করিম কিম,প্রফেশন অফিসার তমির হোসেন চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী । এর আগে উপদেষ্টা নগরীর রায়নগর শিশু পরিবার(বালিকা) পরিদর্শনে যান। পরিদর্শন শেষে নিবাসীদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক হাবিবুর রহমান পরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ে অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, উপদেষ্টার সহকারী একান্ত সচিব নাজমুস সাদাত পারভেজ, বিভাগীয় সমাজসেবা কাযালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ।স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক। বক্তব্য রাখেন রায়নগর শিশু পরিবারের নিবাসী তমালিকা পাল। পবিত্র কুরআন তেলাওয়াত করেন শিশু পরিবারের নিবাসী দ্বাদশ শ্রেণীর ছাত্রী মোখলিসা বেগম, পবিত্র গীতা পাঠ করেন কনিকা রানী দাশ, পরে দলীয় সংগীত পরিবেশন করেন
তাসনিয়া,শারমীন, ও তাদের দল। নৃত্য পরিবেশন করেন সীপা ও তার দল। একক সংগীত পরিবেশন করেন শারমীন বেগম। প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ বলেন,দেশপ্রেমিক হিসেবে আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি। আমাদের অর্জনকে ধরে রাখতে হবে। আমাদের ছাত্ররা এ দেশের জন্য রক্ত দিয়েছে ঋণ আমাদের শোধ করতে হবে। তিনি বলেন শীতার্ত মানুষসহ দেশের কল্যাণে সরকার কাজ করছে। দেশের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি
ক্যাপশনঃ হযরত শাহজালাল (রহঃ)দরগা প্রাঙ্গনে ভাসমান মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ
সংবাদ শিরোনাম ::
হজরত শাহজালাল (রহ:)এর মাজারে শীত বস্ত্র বিতরণশীতার্ত মানুষের কষ্ট লাগবে সরকার কাজ করছে
- গাঁও গ্রামের খবর ডেস্ক
- আপডেট সময় : ১০:৫৪:১৮ অপরাহ্ণ, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
- ১১ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ