রেঙ্গা হাজিগঞ্জ নাগরিক কমিটি’র উদ্যোগে গত ০৫ জানুয়ারী ২০২৫ ইংরেজী রবিবার দুপুর ১২:০০ টায় হাজিগঞ্জ সরকারি প্রাইমারি স্কুলে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মোহনপুর নিবাসী, হাজিগঞ্জ সরকারি প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম কাজী শাহ আলম স্যারের স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রেঙ্গা হাজিগঞ্জ নাগরিক কমিটি’র সভাপতি জনাব দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও সদস্যসচিব আব্দুল মোমিন এর পরিচালনায় উক্ত শোকসভায় স্মৃতিচারণ বক্তব্য রাখেন রেঙ্গা হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রাইমারী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব জাহিদুল ইসলাম স্যার, হাজিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা নবনিতা রায়, অত্র স্কুলের স্যারের প্রাক্তন ছাত্র সেবা আশ্রম ও সেবা ফার্মেসী’র পরিচালক ডাক্তার সুরঞ্জিত দাস, সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন’র প্রধান শিক্ষক মোঃ শাহাব উদ্দিন শিহাব, অত্র স্কুলের প্রাক্তন ছাত্র, হাজী শওকত আলী ফাউন্ডেশনের পরিচালক, মতিউর রহমান মতি, ইকবাল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ শামীম আহমদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন রেঙ্গা হাজিগঞ্জ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমদাদুল হক সাহেব।
এ সময় উপস্থিত ছিলেন রেঙ্গা হাজিগঞ্জ’র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জনাব আব্দুল মান্নান হীরা, অত্র স্কুলের প্রাক্তন ছাত্র ও মিডিয়া পার্টনার রাজন আহমদ ইপু, প্রাক্তন ছাত্র সেলিম মিয়া, প্রাক্তন ছাত্র সজিব আহমেদ, অভিবাবক চমক আলী, তুরন মিয়া সহ স্কুলের সহকারী শিক্ষিকাবৃন্দ অভিবাবক বৃন্দ ও ছাত্রছাত্রী প্রমুখ।
সংবাদ শিরোনাম ::
মরহুম কাজী শাহ আলম স্যার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল সম্পন্ন:-
-
গাঁও গ্রামের খবর ডেস্ক
- আপডেট সময় : ০৭:২৬:১৪ অপরাহ্ণ, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
- ৩২ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ