সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পশ্চিমপাড়া নিবাসী, সুরমা সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সদস্য, সিলেট-ঢাকা দক্ষিণ-ভাদেশ্বর মিনিবাস মালিক সমিতির ব্যবস্থাপক আব্দুর রকিবের মৃত্যুতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পশ্চিমপাড়াস্থ মরহুমের বাসভবনে খতমে কোরআন ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারকে ধর্য্য ধারণে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে দক্ষিণ সুরমা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুম মাস্টার,যুক্তরাষ্ট্র প্রবাসী হাজি লিয়াকত আলি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, সুরমা সমাজ কল্যাণ সংঘের সভাপতি হাজী সিরাজুল ইসলাম, প্রবীণ মুরব্বী গৌছ আলী, চান মিয়া, ওবায়দুর রহমান বাদশা, মতছির আলী,মরহুমের বড় ভাই আব্দুল কাদির, আব্দুল গফুর কবির,আব্দুল করিম, সমাজসেবী মাহবুব হাসান রিংকু
প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি গত ৩০নভেম্বর সকাল সাতটায় হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।বিজ্ঞপ্তি