উইমেন এন্ট্রিপ্রেনিউর এসোসিয়েশন অফ বাংলাদেশ (ওয়েব) এর প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী নেত্রী নাসরিন আউয়াল মিন্টু বলেছেন, দেশের প্রান্তিক নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ব্যাংক ঋণ সহজিকরণসহ নারীদের ক্ষেত্রে সরকার প্রদত্ত সকল সুযোগ-সুবিধা দিতে হবে।
তিনি ২৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টস্থ সারা খাতুন নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্রে উইমেন এন্ট্রিপ্রেনিউর এসোসিয়েশন অফ বাংলাদেশ (ওয়েব) ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর যৌথ উদ্যোগে ৬৪ জেলার প্রান্তিক নারী উদ্যোক্তাদের উন্নয়নে সিলেটে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উপদেষ্টা মমতাজ ফারুকীর সভাপতিত্বে এবং গ্রাসরুটস’র সিইও ড. হিমাংশু মিত্র ও নাসরিন শবনমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেদারল্যান্ডের কন্সালট্যান্ড প্রশিক্ষক ইদিথ ভান্দার স্পুইট, বাংলাদেশ ব্যাংক সিলেট এর এসএমই শাখার যুগ্ম পরিচালক ড. শিরিন আক্তার, ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ভাইস প্রেসিডেন্ট ও সিলেটের রিজিওনাল ম্যানেজার বিএম সাইফুজ্জামান, বিসিক সিলেটের ডিজিএম সোহেল আহমদ, এসোসিয়েশন ফর ইয়ূথ এডভান্সমেন্ট সিলেটের সভাপতি সিনিয়র সাংবাদিক এম. আহমদ আলী, গ্রাসরুটস’র জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্ত, ওয়েব’র কেন্দ্রীয় নেত্রী কলি ইসলাম, সুলতানা আজাদ, নাদিরা হোসেন রূপা, শাহিন সুলতানা মনি, গ্রাসরুটস’র জেলা নেত্রী সালমা বেগম প্রমুখ।
মতবিনিময় সভায় নারী উদ্যোক্তারা তাদের পণ্যের বিপনন, বাজারজাত করণ, ব্যাংক ঋণ, প্রশিক্ষণসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ ব্যাংক কর্তৃপক্ষকে এসএমই ঋণের সুদের হার কমানো, নারী উদ্যোক্তাদেরকে সহজে ঋণ সুবিধা প্রদানে আন্তরিক হওয়ার জন্য অনুরোধ জানান। নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, পরিকল্পনা গ্রহণ, প্রশিক্ষণসহ নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য যা যা দরকার সে ভাবে নিজেকে তৈরি করার জন্য গুরুত্বারোপ করেন। ব্যাংক ঋণের জন্য যেসব কাগজাদির দরকার, তা যথাযথ ভাবে সংরক্ষণের আহবান জানান।
সংবাদ শিরোনাম ::
সিলেটে ওয়েব ও গ্রাসরুটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিতনারী উদ্যোক্তাদের ব্যাংক ঋণ সহজিকরণসহঅন্যান্য সুযোগ দিতে হবে—— নাসরিন আউয়াল মিন্টু
- গাঁও গ্রামের খবর ডেস্ক
- আপডেট সময় : ০৭:২৭:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- ১৮ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ