দক্ষিণ সুরমায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেট, সোমবার, ১২ কার্তিক (২৮ অক্টোবর):
সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে দক্ষিণ সুরমায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ২৮ অক্টোবর জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়। এতে জেলা নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাফর আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মানদা রঞ্জন তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তাগণ নারী ও শিশুর উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেন, নারীদেরকে স্বাবলম্বী হতে নানাবিধ প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। তাছাড়া সরকার নারীদেরকে স্বাবলম্বী করতে নানা প্রশিক্ষণের ব্যবস্হা করেছে। তিনি আরো বলেন, সুশিক্ষিত নারীরা বিভিন্ন প্রশিক্ষণ করে পুরুষের পাশাপাশি কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, নারী ও শিশুর উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ অনুসরণ করলে তাঁদের উন্নয়ন ও সাফল্য দ্রুত হবে। সম-অধিকার বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, পরিবার থেকে নারীর প্রতি যেন কোন বৈষম্য না হয় সে বিষয়ে সচেতন থাকা আবশ্যক। অর্থনৈতিক কার্যক্রমে নারীর অংশগ্রহণ যত বাড়বে, নারীর ক্ষমতায়নও তত বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
জেলা তথ্য অফিসের আয়োজিত এ সভায় বক্তারা সরকারের নীতি আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রম, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন।
জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন।