মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি
গলাচিপা টুু পটুয়াখালী সড়কে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ীদ মো; হাবিব আকন (৬০) মারা গেছে। ঘটনাটি ঘটেছে গোলখালী ইউনিয়নের সুহরী নামক স্থানে শুক্রবার দুপুরে।
জানা গেছে, উপজেলার গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন আকনের পুত্র মো; হাবিব আকন ১টার সময় বাড়ী থেকে সুহরি মাধ্যমিক বিদ্যালয়ের মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা অটোটি তার শরীরে ধাক্কা লাগায় সে রাস্তার পাশে পড়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা পটুয়াখালী জেনারেল ২৫০শয্যা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত্যু ঘোষনা করে।
গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মো: হাবিব আকন সড়ক দূর্ঘটনায় মারা গেছে বলে নিশ্চিত করেছে।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো:আসাদুর রহমান জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারি। খোঁজ নিয়ে দেখছি।