———————–———————
হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডঃ এম এ ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন থেকে আমাদের অনেক কিছু শিক্ষনীয় আছে, তিনি দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে গেছেন। তিনি নিঃঅহংকারী মানুষ ছিলেন। ড.এমএ ওয়াজেদ মিয়া প্রচার প্রভাকান্ডার চেয়ে কাজে বিশ্বাসী ছিলেন। খবরবাপসনিউজ।
তিনি গত বৃহস্পতিবার ,৯মে ২৯২৪,বিকেলে জাতীয় প্রেসক্লাবের মাও: আকরাম খা হলে প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গণি মিয়া বাবুল, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তালুকদার সারোয়ার হোসেন, সাংবাদিক অশোক ধর, মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান প্রমূখ। আলোচনা সভার শুরুকে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট, ২১শে আগস্ট, ৩রা নভেম্বরের নিস্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
সংবাদ শিরোনাম ::
ড.এম এ ওয়াজেদ মিয়ার কর্ম জীবন থেকে অনেক শিক্ষনীয় আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক
- গাঁও গ্রামের খবর ডেস্ক
- আপডেট সময় : ০৩:৩৪:১৫ পূর্বাহ্ণ, শনিবার, ১১ মে ২০২৪
- ৪৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ