শরিফ মিয়া জামালপুর,,,
ইসলামপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপিত হয়েছে। সোমবার ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা হয়। ইসলামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ের বিজয়ীরা জেলা পর্যায়ে অন্যান্য উপজেলার বিজয়ীদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিচারক মন্ডলী এবং অভিভাবকরা এতে অংশগ্রহণ করে।
শফিকুর রহমান শিবলী