মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘ ১৭ বছর অবরুদ্ধ থাকা লিপি বেগমের পরিবারকে বৃহস্পতিবার দুপুরে মুক্ত করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা ও পৌরসভার যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে তাদের চলাচলের রাস্তা ও পানির সংযোগ উন্মুক্ত করা হয়।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে মো. আলাউদ্দিন তালুকদার ইটের দেয়াল তুলে পরিবারের চলাচল ও পানি-বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রেখেছিলেন। সহকারী কমিশনার জানান, আইন অনুযায়ী কারও গৃহের পেছনে চলাচলের রাস্তা নিশ্চিত করতে হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।